জাপানের নাগাসাকি শহরে যুক্তরাষ্ট্রের পরমাণু বোমা ফেলার ৭৬ তম বার্ষিকী পালন করল সে দেশ I গোটা বিশ্বের কাছে এই দিনটি কষ্টের নাগাসাকি দিবস।
শহরের মেয়র এই উপলক্ষ্যে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতি পরমাণু অস্ত্র হ্রাসের ব্যাপারে আরও পদক্ষেপ নেওয়ার আবেদন জানান I
নাগাসাকির শান্তি উদ্যানে দেওয়া ভাষণে মেয়র তোমিহিসা টাউয়ে জাপান সরকারকে যুক্তরাষ্ট্রের পরমাণু বলয়ের অধীনে না থেকে, উত্তর-পূর্ব এশিয়াতে একটি পরমাণু মুক্ত এলাকা গড়ার ক্ষেত্রে নেতৃত্ব দেবার আবেদন জানানো হয়I
মেয়রের ভাষণে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির প্রতি ইঙ্গিত রয়েছে, যেখানে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্র তার মিত্রদের রক্ষার্থে প্রয়োজনে তাদের নিজ পরমাণু অস্ত্র ব্যবহার করবে I
মেয়র তোমিহিসা টাউয়ে আরও বলেন, দুটি বৃহৎ পরমাণু শক্তিধর দেশ, রাশিয়া ও যুক্তরাষ্ট্রকে পরমাণু নিরস্ত্রিকরণের ব্যাপারে আরও বেশি করে ভূমিকা রাখতে হবে I
এদিন শিলিগুড়িতেও পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চের তরফে শিলিগুড়িতে একাধিক পরিবেশ সচেতনতামূলক কর্মকাণ্ডের আয়োজন করা হয়।
বিজ্ঞানমঞ্চের তরপে স্বপনেন্দু নন্দী বলেন, সাহু নদীর পারে বৈকুণ্ঠপুর জঙ্গলে গাছ লাগিয়ে পরিবেশ রক্ষার বার্তা দেন তাঁদের সদস্যরা।
গান গেয়ে প্রকৃতি প্রেমের বার্তা দেন তাঁরা। তাঁদের উৎসাহ দেন বনাধিকারিকরাও। পাশাপাশি নাগাসাকি দিবসের তাৎপর্য শেখানো হয়।