Advertisement

পশ্চিমবঙ্গ

ফের বক্সায় রয়্যাল বেঙ্গল, বাঘের বিষ্ঠা পেল বনদফতর

অসীম দত্ত
  • আলিপুরদুয়ার,
  • 07 Jan 2022,
  • Updated 2:13 PM IST
রয়্যাল হাজিরা
  • 1/7

ফের বক্সা টাইগার রিজার্ভের জঙ্গলে রয়াল বেঙ্গল টাইগারের উপস্থিতি। তবে এবার ট্র‍্যাপ ক্যামেরায় দক্ষিণরায়ের ছবি নয়। বক্সার কোর জঙ্গলে এবার বাঘের তাজা বিষ্ঠা উদ্ধার করেছে বক্সা টাইগার রিজার্ভ কর্তৃপক্ষ। তাও এক জায়গায় নয় দু-তিনটি জায়গা থেকে রয়্যাল বেঙ্গল টাইগারের বিষ্ঠার সন্ধান পেয়েছেন বক্সা টাইগার রিজার্ভের কর্মীরা। এতেই ফের উচ্ছ্বসিত বক্সা বাঘ বনের কর্তারা।
 

  • 2/7

প্রায় ২৩ বছর পর গত ১১ ডিসেম্বর বক্সার জঙ্গলে একটি রয়াল বেঙ্গল টাইগারের ছবি ক্যামেরা বন্দী করে বক্সা টাইগার রিজার্ভ। সেই ঘটনাকে কেন্দ্র করে আনন্দের জোয়ারে ভেসে যায় রাজ্যের গোটা বনদপ্তর।

  • 3/7

সেই সঙ্গে বক্সার জঙ্গলে রয়াল বেঙ্গল টাইগার দর্শনের ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করে ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি(এনটিসিএ)। বাঘ দর্শনের পরেই বক্সার জঙ্গলে বাঘের আরও ছবি পেতে নতুন করে ২৪ টি ট্র‍্যাপ ক্যামেরা বসানো হয় বক্সার জঙ্গলের কোর এলাকায়।

  • 4/7

এরপর বক্সার জঙ্গলে বনকর্মীরা টহল দেবার সময় কোর এলাকায় বেশ কিছু রয়াল বেঙ্গল টাইগারের পায়ের ছাপ দেখতে পান। বক্সার জঙ্গলে বাঘের সন্ধান পেতেই পর্যটকদের জন্য বক্সা ও জয়ন্তী পর্যটন কেন্দ্রে পর্যটকদের জঙ্গল সাফারি বন্ধ করে দেওয়া হয়। 

  • 5/7

চলতি বছরেই বক্সার জঙ্গলে বাঘসুমারি করতে চলেছে রাজ্য বনদপ্তর। বাঘ গণনার কাজে নিযুক্ত বনকর্মীদের প্রশিক্ষণ দিয়ে তাঁদের বাঘ গণনায় নিযুক্ত করা হবে। বক্সা বনদপ্তরের আশা এই বছরের গণনায় এই জঙ্গলে বেশ কয়েকটি বাঘের উপস্থিতি পাওয়া যেতে পারে।

  • 6/7

ইতিমধ্যেই বক্সা টাইগার রিজার্ভের তরফ থেকে বক্সার বনবস্তি বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়েছে। রাতবিরেতে একা ঘর থেকে না বের হওয়ার পরামর্শ দিয়েছেন বক্সা বাঘ বনের কর্তারা।

 

  • 7/7

বক্সা টাইগার রিজার্ভের এফডি বুদ্ধরাজ শেওয়া জানিয়েছেন, বাঘের যে মলগুলো পাওয়া গিয়েছে সেগুলো পরীক্ষা করার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। এ বছর আমরা বক্সার জঙ্গলে বাঘসুমারি করতে যাচ্ছি। আমাদের আশা এ বছর আমরা বেশ কয়েকটি বাঘের উপস্থিতি জানতে পারব।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement