দেবীপক্ষের সূচনাতেই বৃষ্টির ঘনঘটা। এমনটাই পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। ফলে সকাল সকাল যাঁদের মহিষাসুরমর্দিনী শুনে প্রাতর্ভ্রমণে বের হওয়ার পরিকল্পনা রয়েছে তাঁদের মুষড়ে পড়ার যথেষ্ট কারণ রয়েছে।
নতুন করে আরও একবার ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। আর তা নিয়ে নতুন করে কপালে ভাঁজ আমবাঙালির।
আগের দিনের পূর্বাভাসেই বলা হয়েছিল রবিবার উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিনও সেই রকমই পূর্বাভাসের ইঙ্গিত দেওয়া হয়েছে।
আগামী রবিবার থেকেই বৃষ্টি বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে। বিশেষ করে উত্তরবঙ্গে হিমালয়ের পাদদেশ সংলগ্ন পাঁচটি জেলায় এই বৃষ্টিপাত বেশি হবে।
দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া উত্তরবঙ্গের বাকি তিনটি জেলা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার আভাস দিয়েছে আবহাওয়া দফতর।
আপাতত কোথাও দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। তবে আর্দ্রতা থাকবে কিছুটা।
পাহাড়ের দুই জেলায় দার্জিলিং ও কালিম্পং ও সিকিমগামী রাস্তায় ধসের সতর্কতা রয়েছে এদিনও। বৃষ্টি হলে আরও ঝুঁকি বাড়বে। তাই রাস্তাঘাটে চলার সময়, বিশেষ করে পর্যটকদের বিশেষভাবে সতর্ক করা হয়েছে।