Advertisement

উত্তরবঙ্গ

North Bengal Weather Forecast: কালিম্পংয়ে ভারী বৃষ্টি, দার্জিলিংয়ে সতর্কতা, উত্তরবঙ্গের বাকি জেলায় কী পূর্বাভাস?

Aajtak Bangla
  • শিলিগুড়ি,
  • 12 Sep 2022,
  • Updated 7:39 PM IST
  • 1/8

সোমবার সকালে উত্তরবঙ্গের প্রায় সব জায়গাতেই ঝকঝকে রোদ থাকলেও, বেলা গড়াতেই আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে বেশিরভাগ জায়গায়। উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলিতে বেশি বৃষ্টি হয়েছে। তুলনামূলক হালকা বৃষ্টি হয়েছে দক্ষিণ দিকের জেলাগুলিতে।

  • 2/8

মঙ্গল বা বুধবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। এদিন সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকালের মধ্যে উত্তরবঙ্গে একমাত্র কালিম্পং-এ ভারী বৃষ্টি হতে পারে। পাশের দার্জিলিংয়েও তার খানিকটা প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। 

  • 3/8

এছাড়া বাকি সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৪ সেপ্টেম্বর বুধবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-এ ভারী বৃষ্টি হতে পারে।

 

  • 4/8

বাকি জেলাগুলির কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বুধবার দিনে ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। 

  • 5/8

এছাড়া দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 

  • 6/8

দক্ষিণ দিনাজপুর এবং মালদহে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাকে বাদ দিয়ে সব কটি জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

  • 7/8

আপাতত উত্তরবঙ্গের কোথাও তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। আর্দ্রতাও নিয়ন্ত্রণে থাকবে আগামী কয়েকদিন। বৃষ্টির কারণে হালকা ঠাণ্ডা অনুভব হতে পারে।

  • 8/8

পাহাড়ে, বিশেষ করে কালিম্পংয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে প্রশাসনের তরফে ধসের সতর্কতা জারি করা রয়েছে। পাহাড়ে দুদিন আগেই সিকিমে ধস নেমেছিল। ফলে দার্জিলিং পাহাড়েও সতর্ক প্রশাসন।

Advertisement
Advertisement