সম্প্রতি নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা। তাঁকে কেন্দ্রীয় সংখ্যালঘু দফতরের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। একনজরে দেখে নেব তাঁর এ'পর্যন্ত রাজনৈতিক সফর-
১৯৭৫ সালে জলপাইগুড়ির লক্ষ্মীপাড়াতে জন্ম জন বার্লার। তিনি ক্লাস নাইন পর্যন্ত পড়াশোনা করেছেন।
ছোটো থেকেই খেলাধুলোর শখ ছিল বার্লার। তিনি ভালো ফুটবল খেলতেন। উত্তরবঙ্গে ফুটবলার হিসাবে তাঁর সুনামও ছিল।
কর্মজীবন শুরু করেন চা-বাগানের শ্রমিক হিসেবে। লক্ষ্মীপাড়া চা বাগানে শ্রমিকের কাজ করতেন তিনি। করেছেন গাড়ির খালাসির কাজও।
গোর্খাল্যান্ড আন্দোলনের বিরোধিতার জন্য খবরের শিরোনামে এসেছিলেন বার্লা। সালটা ২০০৭। এছাড়াও চা-বাগানের শ্রমিকদের সঙ্গে দীর্ঘদিন ধরে সংগঠনের কাজ করেছেন। জোটবদ্ধ করেছেন শ্রমিকদের। এভাবেই রাজনীতিচর মূল স্রোতে প্রবেশ করেন তিনি। তারপর যোগ দেন BJP-তে।
২০১৬ সালে প্রথমবার তিনি নাগরাকাটা বিধানসভা কেন্দ্র থেকে BJP-র টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে হেরে যান। এরপর ২০১৯ সালে তিনি আলিপুরদুয়ার থেকে লোকসভা ভোটে দাঁড়ান ও জয়লাভ করেন।
২০২১-এর বিধানসভা ভোটে গেরুয়া শিবির আলিপুরদুয়ার জেলায় সবকটি আসন জেতে। যার নেপথ্য কারিগর বলে জন বার্লাকেই মনে করা হয়।
মন্ত্রিত্ব পাওয়ার কিছুদিন আগে উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবিতে সরব হয়েছিলেন জন বার্লা।