Advertisement

উত্তরবঙ্গ

মালদায় উদ্ধার প্রচুর ব্রাউন সুগার ও টাকা, গ্রেফতার দার্জিলিংয়ের ২

মিল্টন পাল
  • মালদা,
  • 30 Aug 2021,
  • Updated 5:01 PM IST
  • 1/6

কুড়ি লক্ষ টাকার নগদ ও ব্রাউন সুগার সহ দার্জিলিং জেলার দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল মালদা থানার পুলিশ। জানা গিয়েছে তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ভিন জেলার গাড়ি।
 

  • 2/6

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম, সুরেশ কুমার খারকা ছেত্রী (৪৬),ওম প্রকাশ ডাহান(৫০)। গোপন সূত্রে খবর পেয়ে মালদা থানার পুলিশ গভীর রাতে মালদা জেলার প্রবেশের পকেট রুট মালদা থানার নবাবগঞ্জ এলাকা।

  • 3/6

সেখানে গভীর রাতে হানা দিয়ে সন্দেহ ভাজন ভাবে ঘোরাঘুরি করছিল এই ভিন জেলার গাড়িটি। সেই সময় গাড়িটিকে আটক করে তল্লাশি চালানো গাড়ি থেকে নগদ কুড়ি লক্ষ টাকা ও 310 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়।

  • 4/6

গ্রেফতার করা হয় দুই ব্যক্তিকে। স্বাভাবিক ভাবে পুলিশের ধারণা, শহরে প্রবেশের ক্ষেত্রে জেলার প্রধান রাস্তা দিয়ে প্রবেশ করলে তা অনেক ঝুঁকিপূর্ণ হতে পারে।

  • 5/6

সেই কারণে এই পাচারকারীরা 34 নম্বর জাতীয় সড়কের পকেট রোড মালদা থানা নবাবগঞ্জ এলাকাতে ব্যবহার করে শহরে প্রবেশ করছিল। যদিও তার আগেই পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে।
 

  • 6/6

মালদা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের বাড়ি ভিন জেলায়। মালদাকে করিডর করে তারা এই ব্রাউন সুগার পাচার করছিল। মনে করা হচ্ছে যে নগদ টাকা উদ্ধার হচ্ছে, সেগুলো ব্রাউন সুগার কেনার বা বিক্রি করার টাকা রয়েছে। সমস্ত ঘটনার তদন্ত শুরু হয়েছে।

 

Advertisement
Advertisement