Advertisement

উত্তরবঙ্গ

জালনোট ধরতে পুলিশি অভিযান, পাল্টা হামলা দুষ্কৃতীদের, জখম একাধিক পুলিশকর্মী

মিল্টন পাল
  • মালদা,
  • 16 Oct 2021,
  • Updated 6:56 PM IST
  • 1/12

পুজোর রেশ কাটতেই মালদায় সক্রিয় পুলিশ। আর পুলিশ সক্রিয় হতেই ফের শুরু পুলিশ-দুষ্কৃতী সংঘর্ষ। পুলিশের উপর হামলা করার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। 


 

  • 2/12

মালদার বৈষ্ণবনগরে আক্রান্ত দুই পুলিশ অফিসার ও এক সিভিক ভলেন্টিয়ার । জালনোট পাচারকারীকে ধরতে গেলে পুলিশের উপর হামলা।

  • 3/12

আহত কুম্ভীরা ফাঁড়ির ওসি সহ তিন পুলিশকর্মী। মালদার বৈষ্ণবনগর থানার বাখরাবাদ গ্রামপঞ্চায়েতের পঞ্চায়েতের দৌলতপুর এলাকার ঘটনা।

  • 4/12

এক জালনোট কারবারিকে ধরে গাড়িতে তোলার সময় পুলিশকে ঘিরে ধরে হামলা চালান হয় বলে অভিযোগ। পুলিশকে লক্ষ্য করে ইট পাথর ছোড়া হয় বলে অভিযোগ।

  • 5/12

আহত পুলিশ কর্মীদের আনা হয় স্থানীয় হাসপাতালে। আহত একজন সাব-ইন্সপেক্টর তানবীর আজাদ হাবিব,অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর সমির কুমার সিনহা ও এক সিভিক ভলান্টিয়ার চয়ন সিংহ।

  • 6/12

এলাকায় পৌঁছেছে বাড়তি পুলিশ বাহিনী। অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে এলাকায় চলছে ধরপাকড়।পরে আহতদে  মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

  • 7/12

অতিরিক্ত পুলিশ সুপার আনিস সরকার জানান,গোপন সুত্রে বৈষ্ণবনগর থানার অর্ন্তগত কুম্ভিরা ফাঁড়ির ওসি তানবীর আজাদ হাবিবের নেতৃত্বে জালনোট কারবারীকে ধরে।

  • 8/12

এরপর তাকে নিয়ে আসতে গেলে গ্রের মানুষ পুলিশ অফিসারদের ঘিরে ধরে। এরপর তাদের ওপর ইঁট বৃষ্টি করে গ্রাের মানুষ।

  • 9/12

ঘটনায় দুই পুলিশ অফিসার ও এক সিভিক ভলেন্টিয়ার আহত হয়ে। ঘটনার খবর পেয়ে বাড়তি পুলিশ গিয়ে তাদের উদ্দর করে।

 

  • 10/12

বর্তমানে তারা মালদা মেডিক্যালে চিকিৎসাধীন। ঘটনারপর এলাকায় পুলিশি টহল চলছে। পাঁচ জনকে আটক করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। 

  • 11/12

  • 12/12

Advertisement
Advertisement