পুজোর রেশ কাটতেই মালদায় সক্রিয় পুলিশ। আর পুলিশ সক্রিয় হতেই ফের শুরু পুলিশ-দুষ্কৃতী সংঘর্ষ। পুলিশের উপর হামলা করার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে।
মালদার বৈষ্ণবনগরে আক্রান্ত দুই পুলিশ অফিসার ও এক সিভিক ভলেন্টিয়ার । জালনোট পাচারকারীকে ধরতে গেলে পুলিশের উপর হামলা।
আহত কুম্ভীরা ফাঁড়ির ওসি সহ তিন পুলিশকর্মী। মালদার বৈষ্ণবনগর থানার বাখরাবাদ গ্রামপঞ্চায়েতের পঞ্চায়েতের দৌলতপুর এলাকার ঘটনা।
এক জালনোট কারবারিকে ধরে গাড়িতে তোলার সময় পুলিশকে ঘিরে ধরে হামলা চালান হয় বলে অভিযোগ। পুলিশকে লক্ষ্য করে ইট পাথর ছোড়া হয় বলে অভিযোগ।
আহত পুলিশ কর্মীদের আনা হয় স্থানীয় হাসপাতালে। আহত একজন সাব-ইন্সপেক্টর তানবীর আজাদ হাবিব,অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর সমির কুমার সিনহা ও এক সিভিক ভলান্টিয়ার চয়ন সিংহ।
এলাকায় পৌঁছেছে বাড়তি পুলিশ বাহিনী। অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে এলাকায় চলছে ধরপাকড়।পরে আহতদে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আনিস সরকার জানান,গোপন সুত্রে বৈষ্ণবনগর থানার অর্ন্তগত কুম্ভিরা ফাঁড়ির ওসি তানবীর আজাদ হাবিবের নেতৃত্বে জালনোট কারবারীকে ধরে।
এরপর তাকে নিয়ে আসতে গেলে গ্রের মানুষ পুলিশ অফিসারদের ঘিরে ধরে। এরপর তাদের ওপর ইঁট বৃষ্টি করে গ্রাের মানুষ।
ঘটনায় দুই পুলিশ অফিসার ও এক সিভিক ভলেন্টিয়ার আহত হয়ে। ঘটনার খবর পেয়ে বাড়তি পুলিশ গিয়ে তাদের উদ্দর করে।
বর্তমানে তারা মালদা মেডিক্যালে চিকিৎসাধীন। ঘটনারপর এলাকায় পুলিশি টহল চলছে। পাঁচ জনকে আটক করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।