১১ জন বাঙালি ফুটবলার আজ থেকে ১১০ আগে আজকের দিনে খালি পায়ে ব্রিটিশ ফুটবল দলকে দু-এক গোলে হারিয়ে আইএফএ শিল্ড জিতেছিলেন।
সেই দিন থেকে আজ পর্যন্ত ২৯ শে জুলাই দিনটি কে মোহনবাগান দিবস হিসেবে পালন করে ফুটবলপ্রেমী তথা মোহনবাগান ফুটবল টিমের সমর্থকরা।
আজ বাঘাযতীন পার্কে সামনে মোহনবাগান দিবসের অনুষ্ঠান সংগঠিত করা হয় শিলিগুড়ি মোহনবাগান ফ্য়ান ক্লাবের পক্ষ থেকে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি প্রশাসক বোর্ডের অন্যতম সদস্য রঞ্জন সরকার, বেদব্রত দত্ত, উত্তরবঙ্গ থেকে মোহনবাগান কর্তা অরূপ মজুমদার।
ক্লাবের পতাকা তুলে এবং কেক কেটে মোহনবাগান দিবস পালন করা হলো। মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে প্রশাসক বোর্ডের সদস্য রঞ্জন সরকারের কাছে অনুরোধ করা হয় বাঘাযতীন পার্ক এর সামনে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি নামকরণ মোহনবাগান ক্লাবের নামে যাতে করা হয়।
পাশাপাশি যে ১১ জন প্লেয়ার ব্রিটিশদের বিরুদ্ধে খেলে প্রথমবার আইএফএ শিল্ড জিতেছিলেন সে ১১ জনের মূর্তি শিলিগুড়িতে লাগানোর জন্য।
পরবর্তীতে রঞ্জন সরকার বলেন শুধুমাত্র আমি নই, আরও বেশ কিছু সদস্য রয়েছে বোর্ডে। তবে কয়েকজনের নামে রাস্তার নামকরণ করার জন্য বোর্ডের কাছে এই দাবি রাখব।
শিলিগুড়িতে এদিন কেক কেটে, বেলুন উড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করে মোহনবাগান দিবস পালন করে। এর মূল উদ্যোগ ছিল শিলিগুড়ি মেরিনার্সদের।
সংগঠনের তরফে সৌরভ দাস জানান, মোহনবাগান আমাদের কাছে মাতৃসম। মোহনবাগান দিবস আমাদের কাছে একটা আবেগের নাম।
আমাদের শিলিগুড়ি মেরিনার্সকে নিয়ে এবং মোহনবাগানকে যুক্ত করে বেশ কিছু দাবি রয়েছে। কিছু স্বপ্ন রয়েছে। তা সফল করতে মোহনবাগানা সমর্থকদের নিয়ে এগোচ্ছি।