Advertisement

উত্তরবঙ্গ

চিতাবাঘের মৃতদেহ ঘিরে আলিপুরদুয়ারে ঘনীভূত হচ্ছে রহস্য

অসীম দত্ত
  • আলিপুরদুয়ার,
  • 27 May 2021,
  • Updated 5:27 PM IST
  • 1/11

চিতাবাঘের মৃতদেহ গাড়িতে করে পাচার করার সময় টোল প্লাজায় আটক দুটি ছোট গাড়ি। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ি ছেড়ে পালিয়ে যায় ঘটনার সাথে জড়িত অভিযুক্তরা।


 

  • 2/11

বৃহস্পতিবার রাত দুটো নাগাদ এই ঘটনাটি ঘটেছে জলদাপাড়া জাতীয় উদ্যান সংলগ্ন মাদারিহাট এলাকার ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ের টোল প্লাজায়। 
 

  • 3/11

মাদারিহাট থানার ওসি টিএন লামা বলেন, একটি পূর্ণ বয়স্ক লেপার্ডকে গাড়ির চাকায় পিষে দিয়ে, ওই লেপার্ডের মৃতদেহ নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা দুই ছোট গাড়ির আরোহীর।

  • 4/11

খবর পেয়ে মাদারিহাট থানার পুলিশি ওই দুই ছোট গাড়ির পিছনে ধাওয়া করে। তারপর আলিপুরদুয়ারের মাদারিহাট থানার রাঙ্গালিবাজনা এলাকার ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ের টোল প্লাজায় আটক করা হয় ওই গাড়ি দুটিকে।

  • 5/11

তবে বিপদ আঁচ করে ধরা পড়ার আগেই পালিয়ে যায় ওই ছোটো গাড়ির আরোহীরা। উদ্ধার করা হয় গাড়ি সহ লেপার্ডের মৃতদেহ। গাড়িটির কোনও নম্বর প্লেট না থাকায় মালিকের কোনও সন্ধান পায়নি পুলিশ।

  • 6/11

ঘটনায় রহস্য় দানা বাঁধছে। যদি দুর্ঘটনা হয়ে থাকে, তাহলে চিতার দেহ নিয়ে পালাবে কেন চালক ও গাড়ির আরোহীরা। এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। 

  • 7/11

রহস্যের কিনারা করতে যৌথ ভাবে তদন্ত শুরু করেছে বনদপ্তর ও পুলিশ। এর পিছনে পাচার চক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

  • 8/11

বুধবার গভীর রাতে শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ারের দিকে দ্রুতবেগে ছুটতে থাকা ওই ছোটো গাড়িটি জলদাপাড়া জাতীয় উদ্যান সংলগ্ন এশিয়ান হাইওয়েতে আচমকাই পিষে দেয় লেপার্ডটিকে।

  • 9/11

তারপরই প্রমাণ লোপাট করতে গাড়ির ডিকিতে মৃতদেহটি তুলে নিয়ে পালানোর চেষ্টা করে।

  • 10/11

মাদারিহাট পুলিশ লেপার্ডের মৃতদেহটি ও আটক গাড়িটি জলদাপাড়া বনবিভাগের হাতে তুলে দেয়। ঘটনার তদন্তে নেমেছে জলদাপাড়া বনবিভাগ ও মাদারিহাট পুলিশ ।
 

  • 11/11

আলিপুরদুয়ার জেলা পুলিশ জানিয়েছে পরিবহন দপ্তরের সাহায্য নিয়ে গাড়িটির মালিকের সন্ধান চলছে।

Advertisement
Advertisement