অল্প বিস্তর বৃষ্টির পূর্বাভাস থাকলেও উত্তরবঙ্গে শুক্রবার তেমন বৃষ্টি হয়নি। উত্তরবঙ্গের দু একটি জায়গায় ছিঁটেফোঁটা বৃষ্টি পড়লেও সেটিকে হিসেবের মধ্যে ধরছে না কেউই।
এমনিতেই ষষ্ঠীর পর থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনার পূর্বাভাস দেওয়া হয়েছে। এখন উত্তরের জেলায় জেলায় তা নিয়েই চর্চা চলছে। বৃষ্টিই এখন আলোচনার শীর্ষে।
উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে,২ অক্টোবর অর্থাৎ সপ্তমীর দিন রবিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
সব ক'টি জেলাতেই কোথাও না কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে ২ অক্টোবর দ্বিতীয়ার্ধ থেকে উত্তরবঙ্গে সবকটি জেলাতেই বৃষ্টি তুলনামূলক বৃদ্ধি পেতে পারে।
আর ৪ অক্টোবর মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিতম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
আগামী দুদিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও,পরের তিনদিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
এখন উত্তরবঙ্গবাসীর আশা, যেহেতু এবার চতুর্থী থেকেই বিভিন্ন মণ্ডপ খুলে দেওয়া হয়েছ, তাই তার আগেই ঠাকুর দেখা শেষ করে ফেলতে পারবেন। আবার কার্নিভালের জন্য দশমীর পরও ঠাকুর রাখা হবে। ফলে প্যান্ডেল হপিংয়ে অসুবিধা হবে না।
পাহাড়েও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে নবমীতে পাহাড়বাসী ও পর্যটকদের সাবধানে ঘোরাঘুরি করতে বলা হয়েছে প্রশাসনের তরফে। দার্জিলিং ও কালিম্পং জেলায় বিশেষ সতর্কতা রয়েছে।