Durga Puja Weather Update: সপ্তমী থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস হাওয়া অফিসের। আবহাওয়া দফতর জানিয়েছে, পুজোর মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হবে।
সপ্তমীতে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর।
অষ্টমীতে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
নবমীতেও জারি হয়েছে বৃষ্টির পূর্বাভাস। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে জারি হয়েছে ভারী বৃষ্টির আভাস।
মূলত ভিয়েতনামে উপকূলে সৃষ্ট নিম্নচাপের জেরেই এই বৃষ্টি। বাংলার উপকূল এলাকায় এসে শক্তি বাড়িয়েছে এই ঘূর্ণাবর্ত।
পঞ্চমীতে তেমন বৃষ্টি হয়নি কোথাও। ষষ্ঠীতেও নেই বৃষ্টির পূর্বাভাস। পুজোর মধ্যে ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা সকলের।
শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
পুজোর মধ্যে সপ্তমী থেকে বৃষ্টির পূর্বাভাস জারি হওয়ায় স্বাভাবিক ভাবেই চিন্তা বাড়িয়েছে সকলের।
উত্তরবঙ্গের আগামী ৪ তারিখ থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।