North Bengal Weather Forecast: আবহাওয়া দফতরের তরফে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছিল। যদিও এদিন সকালে কলকাতা-সহ বিভিন্ন জায়গায় ন্যূনতম তাপমাত্রা বুধবার তুলনায় এক ডিগ্রির বেশি কমেছে। উত্তরবঙ্গেও খানিকটা বেড়েছে তাপমাত্রা।
আপাতত এমনই থাকবে উত্তরবঙ্গের তাপমাত্রা। আপাতত সর্বোচ্চ তাপমাত্রায় তেমন কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।
বৃহস্পতিবার সকালে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৪ জানুয়ারি শনিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলারই আবহাওয়া শুকনো থাকবে।
ওপরের পাঁচটি জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় কুয়াশার আধিক্য থাকতে পারে।
তবে এই সময়ের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলির রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এর পরের দুদিন তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
সংক্রান্তির পর থেকে তাপমাত্রা ফের হ্রাস পেতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। সেই আশাতেই রয়েছে উত্তরবঙ্গ।