বৃহস্পতিবার সারাটা দিনই ছিল অস্বস্তিকর আবহাওয়া। চড়া রোদে ঘাম ঝরেছে বিস্তর। দিনভর ধুঁকতে থাকার পর সন্ধ্যা নাগাদ মেঘলা আকাশ ভেঙে বৃষ্টি নামলো উত্তরবঙ্গের একাধিক জেলায়।
বৃহস্পতিবার দিনভর তাপমাত্রার আঁচে পুড়লেও তবে আবহাওয়া দফতরের পূর্বাভাসে আহ্লাদিত হওয়ার ষোল-আনা কারণ রয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী দুদিন এই আবহাওয়া থেকে রেহাই পেতে চলেছে গোটা রাজ্যই। উত্তরবঙ্গও তার ব্যতিক্রম নয়।
উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হতে পারে ভারী বৃষ্টি বলে আবহাওয়া দফতরের তরফে এদিন বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে।
১৯ অগাস্ট শুক্রবার সকালের মধ্যে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি তিন জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২০ অগাস্ট শনিবার সকালের মধ্যে উল্লিখিত তিন জেলার কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।
আগামী দুদিনে দিনের তাপমাত্রা কয়েক ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দফতরের তরফে। তবে তারপরে হিমালয় সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে এদিন সকালে বাংলাদেশ-মায়ানমার উপকূলের কাছে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। সঙ্গে একটি ঘূর্ণাবর্তও রয়েছে। যা ক্রমশ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে তার প্রভাব পড়বে উত্তরবঙ্গেও।
পাহাড়েও বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে সমতলে এই বৃষ্টি দফায় দফায় হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গে বেশি বৃষ্টি হবে।
তাপমাত্রা বাড়ুক কিংবা না বাড়ুক, বৃষ্টি যতক্ষণ হবে, স্বস্তি থাকবে। কিন্তু বৃষ্টি বন্ধ হলেই ভ্যপসা গরম ও আর্দ্রতা টানা অস্বস্তিতে রাখবে এলাকাবাসীকে।