Advertisement

উত্তরবঙ্গ

North Bengal Weather Forecast: ফের বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে, লক্ষ্মীপুজোতেও কি চলবে ?

Aajtak Bangla
  • শিলিগুড়ি,
  • 06 Oct 2022,
  • Updated 8:11 PM IST
  • 1/10

সপ্তমী বাদ দিয়ে উত্তরবঙ্গে পুজোর বাকি দিনগুলিতে কিছু না কিছু সময় বৃষ্টিপাত হয়েছে। নবমীতে দিনভর বৃষ্টিতে পণ্ড হয়েছে প্রতিমা দর্শন। দশমীতেও কোথাও কোথাও বৃষ্টি হয়েছে।

  • 2/10

একাদশীর দিন সকাল থেকে ফের নতুন করে বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গে। দুপুর পর্যন্ত টানা বৃষ্টির পর বিকেলের দিকে খানিক বিরতি নিয়েছে বর্ষণ। 

  • 3/10

যদিও বৃষ্টি এখনই পিছু ছাড়ছে না উত্তরবঙ্গের। এবার লক্ষ্য কি লক্ষ্মীপুজো? ফলে উৎসবের মধ্যেও মন খারাপ উত্তরবঙ্গবাসীর। 

  • 4/10

বৃহস্পতিবার দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে ফের জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর। 

  • 5/10

আবহাওয়া দফতর পূর্বাভাস অনুযায়ী,শুক্রবার সকালের মধ্যে জলপাইগুড়ি জেলা ছাড়াও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলার কোনও কোনও জায়গায়।

  • 6/10

তবে বাকি জেলাগুলিতে মাঝে মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। 

  • 7/10

শুক্রবার উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে কিছুটা কমবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। তবে ফের বৃষ্টি বাড়তে পারে। 

  • 8/10

শনিবার থেকে দার্জিলিং,জলপাইগুড়ি এবং কালিম্পং-এর কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। 

  • 9/10

সোমবার নাগাদ ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতেও। ফলে স্বস্তির কোনও জায়গা নেই। ফলে লক্ষ্মীপুজোর মধ্য়েও বৃষ্টি থাকার সম্ভাবনা।

 

  • 10/10

পাহাড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাতে একদিকে যেমন ধস নামতে বলে জানানো হয়েছে, অন্যদিকে হড়পা বান নামতে পারে ডুয়ার্সের একাধিক নদীতে বলেও জানানো হয়েছে। বিশেষ করে মালবাজারের ঘটনার পর সতর্ক করা হয়েছে প্রশাসনকে।

Advertisement
Advertisement