North Bengal Weather Forecast Winter Return: আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল, বৃহস্পতিবার থেকে ফের শীতের কামব্যাক হতে চলেছে। সেই মতোই সকালে চোখ খুলেই উত্তরবঙ্গের বাসিন্দারা দেখলেন কুয়াশার চাদরে মুড়ে রয়েছে এলাকা। শিলিগুড়ি থেকে কোচবিহার, আলিপুরদুয়ার থেকে জলপাইগুড়ি একই চিত্র।
আগামী পাঁচদিন এই তাপমাত্রা এবং থাকবে উত্তরবঙ্গে। দার্জিলিং এবং কালিম্পঙের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। বিহার সংলগ্ন জেলাগুলিতে কুয়াশার দাপট একটু বেশি হতে পারে বলে জানানো হয়েছে।
সেই সঙ্গে তাপমাত্রা তেমন না কমলেও জোলো কুয়াশায় ও রোদের অভাবে শিরশিরে অনভূতি ছিল। ফলে ঠান্ডা অনুভূত হয়েছে ভালই। মুলতুবি থাকা ঠান্ডা ফিরেছে খানিকটা।
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে,আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ৪ ফেব্রুয়ারি শনিবার সকালের মধ্যে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। কুয়াশার দাপট বজায় থাকবে।
আগামী ৪৮ ঘন্টায় রাতের তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস নামতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। ফলে শীত ফিরবে উত্তরবঙ্গের উত্তর অংশে। তবে দক্ষিণ দিনাজপুর ও মালদায় তাপমাত্রা তুলনামূলক বেশি থাকতে পারে।
তবে সোমবার পর্যন্ত এই তাপমাত্রা ও আবহাওয়া বজায় থাকতে পারে বলে মনে করা হচ্ছে। এদিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।