ঠান্ডায় কাঁপছে দার্জিলিং, গ্যাংটক। সকাল-দুপুর-সন্ধ্যে তাপমাত্রা আর কাঁপুনিতে পার্থক্য বোঝা যাচ্ছে না। শহরাঞ্চলে তবু কিছুটা বের হওয়া যাচ্ছে। পাহাড়ের প্রত্যন্ত এলাকায় শৈত্যপ্রবাহ চলছে।
পাহাড়ে গত শীতের মরশুমে এই সময় একাধিকবার বরফ পড়ে গিয়েছিল দার্জিলিং সহ অপেক্ষাকৃত নীচু পার্বত্য এলাকাতেও। এবার এখনও তেমন হয়নি। তবে হতে পারে।
এই আশাতেই তুষারপাতের আশায় ছুটির সিজন শেষ হওয়ার পরও পাহাড়ে পর্যটকদের ভিড় রয়েছে ভালই। যা নিয়ে খুশি দার্জিলিং-সিকিমের স্থানীয়রা।
গোটা উত্তরবঙ্গ শীতে জবুথবু অবস্থা। উত্তরবঙ্গ জুড়ে হানা দিয়েছে প্রবল কুয়াশা। তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে নেমে যাচ্ছে রাতের দিকে। দিনের বেলা রোড উঠলে একটু থিতু হচ্ছে।
দিনের বেলায় বিশেষত সকালের দিকে আকাশ মেঘলাই থাকছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে। এই মুহূর্তে উত্তরবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
বর্তমানে উত্তরবঙ্গের তাপমাত্রা গড়ে ৮ ডিগ্রি সেলসিয়াস থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। তবে দার্জিলিং ও কালিম্পং জেলার কোথাও কোথাও তাপমাত্রা ০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে।
দার্জিলিংয়ে গড় তাপমাত্রা ৫-৬ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। এই মরশুমে এখনও ০ ডিগ্রি হয়নি। তবে যে কোনও সময় হতে পারে বলে আভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
পাহাড় ছাড়া শিলিগুড়ি,আলিপুরদুয়ার,জলপাইগুড়ি, কোচবিহারে ঠান্ডায় কাঁপছে জনতা। সকাল হচ্ছে দেরি করে। গত তিনদিন ধরে সকাল ১০ টার আগে জেগে উঠছে না। আলসেমি চেপে ধরেছে উত্তরবঙ্গকে।