North Bengal Weatehr Forecast: তুষারপাতের অপেক্ষায় উত্তরবঙ্গ। গত কয়েকদিন ধরেই শীত জাঁকিয়ে বসেছে উত্তরের পাহাড় থেকে সমতলে। ফলে চাহিদা এখন বদলে গিয়েছে উত্তরবঙ্গের।
তাপমাত্রা শূন্য ডিগ্রির কাছে গিয়েও শূন্যতে নামছে না। ফলে একটুর জন্য তুষারপাত হচ্ছে না। তবে সাধারণ মানুষের উৎসাহ বাড়িয়ে আবহাওয়া দফতর জানাচ্ছে তুষারপাতের পরিস্থিতি তৈরি হয়েছে।
এদিন সকালে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে,আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ৭ জানুয়ারি শনিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলারই আবহাওয়া শুকনো থাকবে।
তবে সবকটি জেলারই কোনও না কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।
হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে আগামী তিন দিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে, জানানো হয়েছে আবহাওয়া দফতরের পূর্বাভাসে।
বর্তমানে উত্তরবঙ্গের তাপমাত্রা গড়ে ৮ ডিগ্রি সেলসিয়াস থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। তবে দার্জিলিং ও কালিম্পং জেলার কোথাও কোথাও তাপমাত্রা ০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে।
দার্জিলিংয়ে গড় তাপমাত্রা ৫-৬ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। এই মরশুমে এখনও ০ ডিগ্রি হয়নি। তবে যে কোনও সময় হতে পারে বলে আভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
পাহাড় ছাড়া শিলিগুড়ি,আলিপুরদুয়ার,জলপাইগুড়ি, কোচবিহারে ঠান্ডায় কাঁপছে জনতা। সকাল হচ্ছে দেরি করে। গত তিনদিন ধরে সকাল ১০ টার আগে জেগে উঠছে না। আলসেমি চেপে ধরেছে উত্তরবঙ্গকে।