Advertisement

উত্তরবঙ্গ

PHOTOS : শিলিগুড়ি পুর এলাকায় স্বাস্থ্য পরিষেবায় জোর, দেখা হল জায়গা

সংগ্রাম সিংহরায়
  • শিলিগুড়ি,
  • 22 Jul 2021,
  • Updated 9:15 PM IST
  • 1/14

একগুচ্ছ প্রকল্পকে পুনরুজ্জীবিত করতে এগিয়ে এল শিলিগুড়ি পুরনিগম। পড়ে থাকা, ধুঁকতে থাকা প্রকল্পকে চালু করার প্রক্রিয়া শুরু হল। 

  • 2/14

প্রশাসকমণ্ডলীর সদস্যরা গিয়ে প্রকল্পগুলি খতিয়ে দেখেন। সেখানে কীভাবে প্রকল্পগুলিকে পুনর্জীবিত করে তা চালু করা যায় তা বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে মত নেওয়া হয়।

  • 3/14

শিলিগুড়ির ডন বসকো মোড়ে শিলিগুড়ি পুর নিগমের ২.৪২ একর জমি আছে। যেটিতে বাজার গড়ে তোলার কথা ছিল একসময় ।

  • 4/14

তারপর এটাকে ভাল কোনও সংস্থার সাথে যৌথ উদ্যোগে পি পি পি মোডে একটা স্বাস্থ্য কেন্দ্র করবারও পরিকল্পনা করা হয়েছিল।

  • 5/14

বর্তমানে ফাঁকা পড়ে থাকা এই বিল্ডিং টির দুটো ফ্লোরে আপাতত নিজেরাই রেডি করে ও পি ডি এবং স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র চালু করবে পুরনিগম।

  • 6/14

ভবিষ্যতে শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে এবং রাজ্য সরকারের সহায়তায় এখানে ভাল কোনও স্বাস্থ্য পরিষেবার সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে একটি মাল্টিসুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে তোলা হবে বলে জানানো হয়।

  • 7/14

সেই সুবাদে বৃহস্পতিবার এসডিও শিলিগুড়ি, মুখ্য স্বাস্থ্য আধিকারিক দার্জিলিং ও জলপাইগুড়ি, প্রিন্সিপাল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, পুর কমিশনার, বাস্তুকার বৃন্দ সহ অন্যান্য সংশ্লিষ্ট আধিকারিকদের নিয়ে এলাকা পরিদর্শন করা হয়।

  • 8/14

এ ছাড়াও শিলিগুড়ির পায়েল সিনেমা হলের পেছনে তথা মুন্সি প্রেমচাঁদ মহাবিদ্যালয়ের পাশে শিলিগুড়ি পুরনিগমের ৪ একর জায়গার কিছুটায় একটা চেষ্ট ক্লিনিক আছে।

  • 9/14

পুর প্রশাসকণ্ডলীর চেয়ারম্যান গৌতম দেব জানান, আমরা স্বাস্থ্য বিভাগের সঙ্গে কথা বললাম। আরও সবিস্তারে আলোচনা হবে।

  • 10/14

প্রয়োজনে আরো কিছু জায়গায় তারা এই ক্লিনিকটিকে বড় করা হবে। তাদের কোনও রকম বাধা না দিয়ে বাকি জায়গাটায় আমরা আমাদের মত করে স্বাস্থ্য বিষয়ক-ই কোন প্রকল্প করে সদ্ব্যবহার করব।

 

  • 11/14

সেই সুবাদে এদিন এসডিও শিলিগুড়ি, মুখ্য স্বাস্থ্য আধিকারিক দার্জিলিং ও জলপাইগুড়ি, প্রিসিপাল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, পুর কমিশনার, বাস্তুকার বৃন্দ সহ অন্যান্য সংশ্লিষ্ট আধিকারিকদের নিয়ে ওই জায়গা পরিদর্শন করে।

  • 12/14

শিলিগুড়ি পুরনিগমের অধীনস্থ ডাবগ্রাম মাতৃসদন সরেজমিনে পরিদর্শন করা হয়। উক্ত মাতৃ সদনটির সামগ্রিক উন্নয়ন করতে শিলিগুড়ি পুরনিগম বদ্ধপরিকর ।

  • 13/14

পুরনিগমের অধীনে থাকা এই মায়েদের হাসপাতালটিতে মায়েদের অপারেশনের ব্যবস্থা, শয্যা সংখ্যা বাড়ানো সঙ্গে আরও কিছু বন্দোবস্ত করা হবে।

  • 14/14

তার মধ্য়ে স্বাস্থ্য বিষয়ক একটা প্রশাসনিক ভবন তৈরি, স্থায়ী টিকাকরণ কেন্দ্র ইত্যাদি অবিলম্বে গড়ে তোলা হবে। উপস্থিত ছিলেন এস ডি ও শিলিগুড়ি, মুখ্য স্বাস্থ্য আধিকারিক দার্জিলিং ও জলপাইগুড়ি, প্রিন্সিপাল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, পুর কমিশনার, বাস্তুকার ও অন্যান্য সংশ্লিষ্ট আধিকারিক বৃন্দ ।

Advertisement
Advertisement