Advertisement

উত্তরবঙ্গ

North Bengal Weather Forecast: বুধবার থেকে ভারী বৃষ্টি উত্তরবঙ্গের এই জেলাগুলিতে

Aajtak Bangla
  • শিলিগুড়ি,
  • 19 Sep 2022,
  • Updated 8:06 PM IST
  • 1/8

আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে,উত্তর ও সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যার প্রভাবে বঙ্গোপসাগরের পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের অদূরে নিম্নচাপ তৈরি হতে পারে। যার প্রভাব পড়তে পারে উত্তরবঙ্গেও। বুধবার থেকে বাড়তে পারে বৃষ্টি।

  • 2/8

পূর্বাভাস মতোই সোমবারও উত্তরবঙ্গে তেমন বৃষ্টি হয়নি। ফলে পরপর দুদিন ঝকঝকে আবহাওয়া পেয়ে পুজোর আগে কিছুটা স্বস্তি ফিরেছে।

  • 3/8

কালিম্পংয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস ছিল। বৃষ্টি হয়েছে, তবে তেমন ভারী নয় বলেই জানা গিয়েছে। আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে।

  • 4/8

এদিন সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২১ সেপ্টেম্বর বুধবার সকালের মধ্যে উত্তরবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। 

  • 5/8

তবে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং-এর কোনও কোনও জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

  • 6/8

বুধবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়তে পারে। এর প্রভাব পড়বে উত্তরবঙ্গের সব জেলাতেই। তবে হিমালয় সংলগ্ন জেলাগুলিতেই বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। তবে কোথাও ভারী বৃষ্টি হবে না বলেই বলা হয়েছে।

  • 7/8

আপাতত হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। তাপমাত্রা এ মরশুমে আর বাড়ার সম্ভাবনা নেই।

 

  • 8/8

পাহাড়ে ধস সতর্কতা এদিনও জারি রাখা হয়েছে। তবে সোমবার নতুন করে অবশ্য ধস নামার খবর নেই কোথাও। তবে দার্জিলিং-কালিম্পংয়ের পাহাড়ে প্রশাসনিক নজরদারি থাকছে।

Advertisement
Advertisement