Advertisement

উত্তরবঙ্গ

একটি গোলাপ ৬০ টাকা, উত্তরবঙ্গে ভ্যালেনটাইনস ডে পালনে বাধা আকাশছোঁয়া দাম

মিল্টন পাল
  • মালদা,
  • 14 Feb 2022,
  • Updated 4:06 PM IST
  • 1/6

ভালোবাসার প্রিয়জনকে গোলাপ দেবেন। সে ফুলে কাঁটা। আর যার ফলে ভ্যালেন্টাইন্স ডে-র দিনে গোলাপ ফুলের চাহিদা থাকলেও হাত দেওয়া যাচ্ছে না।
 

  • 2/6

বর্তমানে সেই চাহিদাও না থাকার কারণে মাথায় হাত পড়েছে গোলাপ ব্যবসায়ীদের। শিলিগুড়ি থেকে মালদা, দুই দিনাজপুর কিংবা কোচবিহার সব জায়গায় একই ছবি।

  • 3/6

মালদার ইংরেজবাজার শহরের অতুল চন্দ্র মার্কেটের ফুল কার্যত সকাল থেকে ফাঁকা। রাত পোহালেই ভ্যালেন্টাইনস ডে কিন্তু এবারে গোলাপ ফুল তেমন বিক্রি নেই। দাম বেড়েছে গোলাপ ফুলের।

  • 4/6

সাধারণত ব্যাঙ্গালোর থেকে ভালো প্রকৃতির বেশি পরিমাণে গোলাপ আসে। যে গোলাপ ফুল একটির দাম ৬০ টাকা। ফলে এত দাম দিয়ে ফুল কেউ কিনছেন না। তবে লোকাল গোলাপ ফুলের দাম কম ২০ টাকা হলেও সেগুলি তেমন ভালো নয়। তাই চাহিদা নেই। 

  • 5/6

দাম যাই হোক কিন্তু ফুল মার্কেটে ক্রেতাদের তেমন ভিড় নেই। করোনার প্রভাব পড়েছে ফুল ব্যবসাতেও। ফলে বসন্তের দোরগোড়ায় তাঁদের মাথায় হাত। তাই ফুলে রং থাকলেও তাঁদের মনে রঙ নেই।

 

  • 6/6

অন্যান্যবার ভ্যালেন্টাইন্স ডের আগের দিন থেকেই ফোনেই গোলাপ ফুলের অর্ডার দিয়েছেন অনেকেই। এবার সে চাহিদাও নেই। তবে এখনও সোমবার গোটা দিন সময় রয়েছে। সেদিন কিছুটা বিক্রি হবে বলে আশায় রয়েছেন ফুল বিক্রেতারা।

Advertisement
Advertisement