Advertisement

উত্তরবঙ্গ

North Bengal Weather Forecast: আচমকা বৃষ্টি উত্তরবঙ্গের একাধিক এলাকায়, বাড়ল ঠান্ডা

Aajtak Bangla
  • শিলিগুড়ি,
  • 11 Nov 2022,
  • Updated 8:55 PM IST
  • 1/8

পূর্বাভাস ছিলই, শীতের অনুভূতির গোড়ায় নাড়া দিয়ে পূর্বাভাস সত্যি করে উত্তরবঙ্গের একাধিক জায়গায় নামল বৃষ্টি। সঙ্গে জোলো হাওয়া।

  • 2/8

হিমালয় সংলগ্ন জেলাগুলিতে সন্ধ্যার দিকে ঠান্ডা হাওয়ায় ভেসে এল এক পশলা বৃষ্টি।  শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ের একাধিক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে।

  • 3/8

শুক্রবারের এই আচমকা বৃষ্টির স্থায়িত্ব ছিল মেরেকেটে মাত্র ১০ মিনিট। তাও মুষলধারায় নয়। তবু চট করে যেন পরিবেশ বদলে গেল। 

  • 4/8

খাতায়-কলমে তাপমাত্রা তেমন নামেনি, কিন্তু শীতের অনুভূতি বেড়ে গিয়েছে কয়েকগুণ। হাওয়ার শিরশিরে ভাবে পুরোপুরি শীতের আমেজ।

  • 5/8

এদিকে শুক্রবার দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, উত্তরবঙ্গে এখন মনোরম আবহাওয়া থাকবে। কনকনে ঠান্ডা পড়বে না।

  • 6/8

পর্যটনের সঠিক মরশুম বললে ভুল হবে না। পর্যটকদের ভিড় এখন বাড়তে শুরু করেছে উত্তরবঙ্গে। বৃষ্টির সম্ভাবনা তেমন নেই অন্য জেলাগুলিতে।

  • 7/8

তবে কালিম্পং এবং কার্শিয়াংয়ে হালকা বৃষ্টির পূর্বাভাস এদিনও জারি রেখেছে হাওয়া অফিস। আগামী দুদিনে এই আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে বলে জানানো হয়েছে।

 

  • 8/8

পাহাড়ে দু-এক জায়গায় ধস নামতে পারে বলে সতর্ক করা হয়েছে। যা ফিল গুড আবহাওয়ার মধ্যেও খানিকটা চিন্তায় রাখছে প্রশাসনকে। তবে তা বাড়াবাড়ি কিছু হবে না বলেই জানানো হয়েছে।

Advertisement
Advertisement