অ্যাডভেঞ্চার স্পোর্টসের জন্য আর অন্য কোথাও যাওয়ার প্রয়োজন নেই। এবার শিলিগুড়িতে মিলবে এই সুযোগ। বাংলা নববর্ষে পর্যটকদের জন্য নতুন উপহার বেঙ্গল সাফারি পার্ক (Siliguri Bengal Safari Park) কর্তৃপক্ষের। আপাতত ২ ধরনের অ্যাডভেঞ্চার স্পোর্টস থাকছে, জিপ লাইন ও বার্মা ব্রিজ। ইতিমধ্যেই পার্কের কর্মীদের এই নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আগামিদিনে এই অ্যাডভেঞ্চার স্পোর্টসের সংখ্যা আরও বাড়বে বলে জানিয়েছেন পার্ক কর্তৃপক্ষ।
রাজ্যের একমাত্র সাফারি পার্ক শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক। ঘন জঙ্গল, রকমারি গাছ, পাখি এবং বিভিন্ন প্রজাতির প্রাণীদের দেখতে শিলিগুড়ির এই সাফারি পার্কে পর্যটকদের ভিড় লেগেই থাকে। আট থেকে আশি সকলের কাছে আকর্ষণীয় এই সাফারি পার্ক। পার্কটি তৈরির পর থেকেই উত্তরবঙ্গের পর্যটনে আলাদা মাত্রা এনে দিয়েছে। তবে এবার এই পার্কের আকর্ষণ আরও বাড়িয়ে তুলতে বাংলা নববর্ষে চালু হচ্ছে অ্যাডভেঞ্চার স্পোর্টস (Adventure Sports)।
অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকদের আর ছুটে যেতে হবে না অন্য কোথাও। বেঙ্গল সাফারি পার্কেই এবার অ্যাডভেঞ্চারের সুযোগ মিলবে পর্যটকদের। শুক্রবার সকাল থেকেই আনুষ্ঠানিক ভাবে পর্যটকদের জন্য চালু হয়ে যাচ্ছে জিপ লাইন ও বার্মা ব্রিজ।
আরও পড়ুন - অটোর মাথায় আস্ত বাগান, প্রচণ্ড গরমেও 'Cool' যাত্রীরা
কি এই জিপ লাইন (Zipline)? পার্ক সূত্রে জানা গিয়েছে, নিজেকে দড়িতে ঝুলিয়ে, পা ঝুলিয়ে একপ্রান্ত থেকে অপর প্রান্তে যেতে পারবেন পর্যটকরা। অন্যদিকে, বার্মা ব্রিজে (Burma Bridge) হল ৬০ ফুট উচ্চতায় সম্পূর্ণ দড়ি দিয়ে তৈরি একটি ব্রিজ, যার একপ্রান্ত থেকে হেঁটে অপর প্রান্তে যেতে হবে পর্যটকদের।
তবে জিপ লাইনের দুটো বিভাগ রয়েছে। একটি ৫৬ মিটার লম্বা ছোটো জিপ লাইন। আর একটি ৭৬ মিটার লম্বা বড় জিপ লাইন। ইতিমধ্যে অ্যাডভেঞ্চার স্পোর্টস দুটির নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে জ্যু অথরিটি। পাশাপাশি সম্পন্ন হয়েছে ট্রায়াল রানও।
পার্ক সূত্রে জানা গিয়েছে, এই অ্যাডভেঞ্চার স্পোর্টসের আনন্দ উপভোগ করতে পর্যটকদের খরচ করতে হবে সামান্য টাকা। তিনটি একসঙ্গে চড়তে হলে কম্বো প্যাকে খরচ হবে ৩০০ টাকা। আর কেউ যদি যে কোনও একটি চড়তে চান তাহলে খরচ হবে ১০০ টাকা মাত্র। আর সমস্ত বিভাগের টিকিটই অনলাইনে বুকিং করতে পারবেন পর্যটকরা। ১২ বছরের ঊর্ধ্বে এই অ্যাডভেঞ্চার স্পোর্টসগুলিতে চড়া যাবে।
এই বিষয়ে বেঙ্গল সাফারি পার্কের ডিরেক্টর দাওয়া শেরপা বলেন, "অ্যাডভেঞ্চার স্পোর্টস পছন্দ করেন এমন পর্যটকদের জন্য ওই দুটি স্পোর্টস চালু করা হল। আগামীতে আরও দুটি চালু করার কথা রয়েছে। সেজন্য কর্মীদের বিশেষ প্রশিক্ষণও দেওয়া হয়েছে। টিকিট পর্যটকরা অনলাইনেও কাটতে পারবেন। এতে পর্যটকদের আকর্ষণ আরও বাড়বে।"