Advertisement

উত্তরবঙ্গ

শিলিগুড়ি জলের তলায়, প্রশাসকরা দলীয় কর্মসূচিতে ব্যস্ত

জয়দীপ বাগ
  • শিলিগুড়ি,
  • 28 Aug 2021,
  • Updated 5:44 PM IST
  • 1/9

উত্তরবঙ্গের বেশকিছু জেলা ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া দফতর। একটানা বৃষ্টির জেরে শিলিগুড়ির শহরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে গিয়েছে।

  • 2/9

পুরনিগম এলাকার বহু ওয়ার্ডে রাস্তা জলের তলায়। এমনকী বাড়িগুলিতেও জল ঢুকে গিয়েছে। যা নিয়ে সকাল থেকে নাজেহাল অবস্থা শহরবাসীর।

  • 3/9

আবহাওয়া দপ্তরের পূর্বাভাষ ছিল সেই মতো গত কয়েকদিন থেকে উত্তরবঙ্গের দার্জিলিং জেলা সহ একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাত চলছে। আর কয়েকদিন ধরে এই একটানা বৃষ্টির জেরে শিলিগুড়ির বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়ল।

  • 4/9

এই এলাকাগুলির মধ্যে রয়েছে অশোকনগর, শক্তিগড়, মিলনপল্লি, অম্বিকানগর, হায়দরপাড়া, হাকিমপাড়া, দেবাশিস কলোনি, উত্তর মাল্লাগুড়ি সহ শিলিগুড়ির নিয়ন্ত্রিত বাজার চত্বর।

  • 5/9

তবে এই পরিস্থিতিতে সবথেকে খারাপ অবস্থা ৩১ নম্বর ওয়ার্ডের অশোক নগরে। সেখানে কোমর অবধি জলে দিন কাটাতে হচ্ছে বাসিন্দাদের। কয়েকশো বাড়িতে জল ঢুকে গিয়েছে।

  • 6/9

এ ছাড়াও দোকানেও জল ঢুকে পড়ায় সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা। অন্যদিকে শিলিগুড়ির নিয়ন্ত্রিত বাজার উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় নিয়ন্ত্রিত বাজার এই বাজারেও শনিবার টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে।

  • 7/9

বাজারের বেশ কিছু দোকানে হাঁটু পর্যন্ত জল। তবে দোকানগুলিতে জলমগ্ন হয়ে পড়ায় কাঁচা সবজি ও অন্যান্য সামগ্রী নষ্ট হয়ে যায়। একই সাথে উত্তর মাল্লাগুড়ি ও শক্তিগড় এলাকার বেশ কয়েকটি জায়গাতে কথা হাঁটু পর্যন্ত জল আবার কোথাও কোমরের কাছাকাছি জল জমে রয়েছে।

  • 8/9

এলাকার বেশ কয়েকটি বাড়িতেও জল ঢুকে যায় বলে খবর। তবে ওই এলাকার সাধারণ মানুষেরা এখন নাওয়া-খাওয়া ভুলে চরম সংকটের মধ্যে রয়েছে।

 

  • 9/9

একই অবস্থা শিলিগুড়ির সংলগ্ন ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের পাঁচকেলগুড়ি এলকা। কোথাও হাঁটু পর্যন্ত জল, আবার কোথাও কোমর কাছাকাছি পর্যন্ত জল। সব মিলিয়ে শনিবার সকাল থেকে জল যন্ত্রণায় জেরবার শিলিগুড়ি শহরের বিভিন্ন এলাকার মানুষ।

Advertisement
Advertisement