প্রায় ১০ বছর পর বরফ পড়ল দার্জিলিংয়ের ঘুম এলাকায়। এদিন সকাল থেকেই বরফ পড়তে শুরু করে।
শেষ ২-৩ দিন ধরেই টাইগার হিলে বরফ পড়ছে। ফলে খুশির হাওয়া পর্যটকদের মধ্যে।
দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে।
ডিসেম্বরের এই শেষলগ্নে প্রচুর পর্যটক ভিড় করেন পাহাড়ে। বরফের দেখা মেলায় স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত তাঁরা।
তবে ঘুম স্টেশনে বরফ পড়া সবথেকে বেশি নজর কেড়েছে। টয়ট্রেনের লাইনেও জমে গিয়েছে বরফ।
ঘুমের থেকে দার্জিলিংয়ের দূরত্ব মাত্র ৮ কিমি। ঘুমের আশেপাশে এলাকাতেও বরফ পড়তে শুরু করেছে।
পশ্চিমী ঝঞ্ঝা এবং পূবালী হাওয়ার মিশেলে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য জায়গাগুলিতে তুষারপাত শুরু হয়েছে।
আরও কয়েকদিন এরম আবহাওয়া থাকতে পারে বলে জানা গিয়েছে।
বছরশেষে দার্জিলিংয়ে বরফের দেখা পাওয়ায় স্বাভাবিক ভাবে খুশির হাওয়া পর্যটকদের মধ্যে।
উত্তরবঙ্গের বরফ পড়লেও দক্ষিণবঙ্গে ক্রমেই বাড়ছে অস্বস্তি। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি হয়ে গিয়েছে।