Advertisement

উত্তরবঙ্গ

পাহাড়ে তুষারপাত, সমতলে বৃষ্টি, ঠান্ডায় কাঁপছে পাহাড়-সমতল

সংগ্রাম সিংহরায় / জয়দীপ বাগ
  • শিলিগুড়ি,
  • 04 Feb 2022,
  • Updated 10:58 AM IST
  • 1/10

পাহাড়ে তুষারপাত অব্যাহত। লাগাতার তুষারপাতে জবুথবু পাহাড়। অন্যদিকে বৃহস্পতিবার ভোর থেকেই টানা বৃষ্টি শুরু হয়েছে পাহাড় লাগোয়া সমতলের একাধিক এলাকায়।

 

  • 2/10

সমতলের শিলিগুড়ি, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও অন্যান্য জেলাতেও ঠাণ্ডার তার প্রভাব পড়েছে। কনকনে ঠান্ডায় ঘাপটি মেরে বসে রয়েছে গোটা উত্তরবঙ্গ।

  • 3/10

মাঘের শীতে উপরি পাওনা বৃষ্টি। ফলে ঘর ছেড়ে বেরোতে মন চাইছে না। দার্জিলিং, কালিম্পং, মিরিক তো বটেই শিলিগুড়ি সহ বিভিন্ন এলাকায় দেখা গিয়েছে ইতিউতি জটলায় আগুন তাপানোর ছবি।

  • 4/10

নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা হিমালয়ের লাগোয়া পশ্চিমবঙ্গে প্রবেশ করায় এই তাপমাত্রার পরিবর্তন বলে জানা গিয়েছে। এই ঝঞ্ঝা কয়েকদিন থাকবে বলে মনে করা হচ্ছে।

 

  • 5/10

একদিকে সরস্বতী পুজো, অন্যদিকে বিয়ের মরশুম, তার মধ্যে ঠান্ডায় স্থবির হয়ে গিয়েছে উত্তরবঙ্গ। জোর করে হাত-পা চালিয়ে কাজ করতে হচ্ছে বলে বিরক্ত অনেকেই।

  • 6/10

এদিন পাহাড়ের সান্দাকফু, ফালুট তো বটেই দার্জিলিংয়ের উঁচু জায়গা গুলিতে তুষারপাত হয়েছে। টাইগার হিল, জোড়বাংলো, সাদা তুষারে ঢেকে গিয়েছে আরও একবার।

 

 

  • 7/10

বিশেষজ্ঞদের মতে আর মাত্র ২ দিন এমন তুষারপাত চললে কয়েক দশকের রেকর্ড ভেঙে দেবে দার্জিলিং পাহাড়। টানা এমন তুষারপাত অনেক বছর হয়নি।

  • 8/10

কয়েক দশক আগে শেষবার ২০০৭ সালে শেষবার টানা ১৩ দিন তুষারপাত হয়েছিল। এ বছর ইতিমধ্যেই ১২ দিন টানা তুষারপাত হয়ে চলেছে।

  • 9/10

আর ২ দিন হলেই এই ১৪ বছরের রেকর্ড ভেঙে দেবে তুষারপাতের ধারাবাহিকতা। ভূমধ্যসাগর থেকে সৃষ্টি হওয়া একটি পশ্চিমী ঝঞ্ঝা, যা বুধবার জম্মু কাশ্মীরে আছড়ে পড়ার পর পূর্ব দিকে এগিয়ে আসতে শুরু করেছে।

  • 10/10

এমনটাই জানিয়েছেন উত্তরে পর্যটন বিশেষজ্ঞরা। তার ফলেই এলাকা মেঘে ঢাকা পড়ে যায়। বৃষ্টি ও তুষারপাত ঘটিয়েছে। পাশাপাশি তাপমাত্রা নামিয়ে দিয়েছে অনেকটাই।

Advertisement
Advertisement