Advertisement

উত্তরবঙ্গ

North Bengal Weather Forecast: উত্তরবঙ্গে বৃষ্টির সঙ্গে তুষারপাত, বছর শেষে কতটা নামবে তাপমাত্রা?

Aajtak Bangla
  • শিলিগুড়ি,
  • 26 Dec 2022,
  • Updated 7:54 PM IST
  • 1/8

দক্ষিণবঙ্গে শীতের জন্য অপেক্ষা থাকুক, উত্তরবঙ্গে কয়েকদিন ধরেই জাঁকিয়ে শীত। মনে আনন্দ উত্তরের উত্তরদিকের জেলাগুলিতে। 
মালদা থেকে তাপমাত্রা কিছুটা বাড়ছে। 

  • 2/8

সকালে কুয়াশা, বেলা বাড়তেই হিম ঠান্ডা গায়ে মেখে কাঞ্চনজঙ্ঘা দেখতে গোটা রাজ্য এখন দার্জিলিং-সিকিম-কালিম্পং-কার্শিয়াংয়ে ভিড় করেছেন।

  • 3/8

সোমবার সকালে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২৮ ডিসেম্বর বুধবার সকালের মধ্যে দার্জিলিং ও কালিম্পং জেলার কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

  • 4/8

বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। ঠান্ডা যেমন আছে তেমনই থাকবে। পাহাড় বাদ দিয়ে সব জায়গাতেই শীতল থাকবে।

  • 5/8

দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। টাইগার সহ সান্দাকফুতে তুষারপাত হতে পারে। অন্যদিকে উত্তর সিকিমেও তুষারপাত হতে পারে।

 

  • 6/8

আগামী অন্তত দুদিন হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গে কোনও কোনও জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। 

  • 7/8

আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে এর পরে তাপমাত্রা ধীরে ধীরে ২-৪ ডিগ্রি সেলসিয়াসের মতো হ্রাস পেতে পারে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানানো হয়েছে।

 

  • 8/8

দার্জিলিংয়ের তাপমাত্রা ৪ ডিগ্রির কাছাকাছি ঘোরাঘুরি করছে। কালিম্পংয়ের তাপমাত্রা ৯ ডিগ্রি।  শিলিগুড়ি,কোচবিহার ১২ থেকে ১৩ ডিগ্রির মধ্যে রয়েছে। মালদায় ১৫ ডিগ্রি তাপমাত্রা ছিল এদিন।

Advertisement
Advertisement