Advertisement

উত্তরবঙ্গ

বাংলার হস্তশিল্পের প্রচার বাড়াতে অন্য রাজ্যে প্রদর্শনী করবে রাজ্য সরকার

জয়দীপ বাগ
  • শিলিগুড়ি,
  • 23 Dec 2021,
  • Updated 10:26 PM IST
  • 1/12

বাংলার হস্তশিল্পকে বিশ্বের দরবারে তুলে ধরতে এবার ভিন রাজ্যে বাংলার শিল্পীদের নিয়ে হস্তশিল্প মেলার উদ্যোগ নেবে রাজ্য সরকার। 

  • 2/12

হস্তশিল্পীদের হাতের তৈরি শিল্পকে প্রচার করতে হাতিয়ার করা হচ্ছে অনলাইন মাধ্যম। বৃহস্পতিবার শিলিগুড়িতে হস্তশিল্প মেলার উদ্বোধনে এসে একথা জানান রাজ্যের ক্ষুদ্র, মাঝারি শিল্প ও বস্ত্র দপ্তরের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো।

  • 3/12

পাশাপাশি শিল্পীদের মার্কেটিংয়ের জন্য আলাদা উদ্যোগ নেওয়া হবে রাজ্য সরকারের তরফে। করোনার কারণে দীর্ঘদিন ধরে হস্তশিল্পীদের নিয়ে মেলা বন্ধ ছিল।

  • 4/12

পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই এদিন থেকে শিলিগুড়ির বিশ্ব বাংলা শিল্পী হাটে শিল্প মেলার সূচনা হয় ৷ এদিন ওই মেলার উদবোধন করেন মন্ত্রী শ্রীকান্ত মাহাত।

  • 5/12

পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের সেচ, উত্তরবঙ্গ উন্নয়ন, জলসম্পদ উন্নয়ন প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, তপসিলি জাতি, উপজাতি ও অনগ্রসর শ্রেনী কল্যান প্রতিমন্ত্রী বুলু চিক বরাইক ও শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব সহ অন্যান্যরা।

  • 6/12

আগামী ৬ জানুয়ারি পর্যন্ত ওই হস্ত শিল্প মেলা চলবে ৷ এই মেলায় রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত প্রায় ৩০০ শিল্পীদের হাতের তৈরি জিনিস রয়েছে মেলায়।

  • 7/12

গত দু'বছর ধরে করোনা আবহে মেলা তেমনভাবে না হলেও বিক্রি খুবই সামান্য ছিল। জানা গিয়েছে, ২০১৯-২০ সালে প্রায় ৫ কোটি ৩৯ লক্ষ টাকার বিক্রি হয়েছিল।

  • 8/12

গত বছর করোনার কারণে সেটা কমে দাঁড়ায় প্রায় এক কোটিতে। এবার ফের বিক্রি পাঁচ কোটি ছাড়িয়ে যাবে বলে আশাবাদী মেলায় আসা হস্তশিল্পীরা। 

  • 9/12

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী শ্রীকান্ত মাহাত বলেন, রাজ্যের বিভিন্ন জেলাতে বিশ্ব বাংলা শিল্পী হাট এর মাধ্যমে রাজ্যের হস্তশিল্পকে তুলে ধরা হয়েছে।

  • 10/12

তবে এবার অন্যান্য রাজ্যে বিশ্ব বাংলার শিল্পীদের নিয়ে মেলার আয়োজনের উদ্যোগ নেওয়া হবে। এতে আমাদের রাজ্যের শিল্পীদের কাজ সারা দেশে ছড়িয়ে পড়বে।

 

  • 11/12

পাশাপাশি শিল্পীদের মার্কেটিংয়ের জন্য আলাদা উদ্যোগ নেওয়া হবে।এছাড়াও অনলাইনের মাধ্যমে শিল্পীদের কাজ ব্রান্ডিংয়ের উদ্যোগ নেওয়া হবে।

  • 12/12

হস্তশিল্প মেলা ঘিরে সাধারণ মানুষের মধ্য়েও ব্যাপক উৎসাহ ছিল। প্রথম দিনই ভাল ভিড় হয়েছিল মেলায়। আরও কয়েকদিন গেলে ভিড় আরও বাড়বে বলে মনে করছে।

Advertisement
Advertisement