Advertisement

উত্তরবঙ্গ

অবাধ্য নার্সিংহোমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে টাস্ক ফোর্স শিলিগুড়িতে

সংগ্রাম সিংহরায়
  • শিলিগুড়ি,
  • 16 May 2021,
  • Updated 3:28 PM IST
  • 1/8

পুর নিগমের প্রশাসক মন্ডলী, ডি এম দার্জিলিং, সি পি শিলিগুড়ি পুলিশ কমিশনারেট, কমিশনার শিলিগুড়ি পুর নিগম এবং স্বাস্থ্য আধিকারিক বৃন্দের উপস্থিতিতে বৈঠক হল শিলিগুড়ি পুরনিগমে ।

  • 2/8


কয়েকটি নার্সিংহোম সরকারি নির্দেশ থাকা সত্বেও অত্যধিক চার্জ করছে । স্বাস্থ্য সাথী কার্ড নেওয়ার ক্ষেত্রে টালবাহানা ইত্যাদি করছে । ডি এম সাহেব বলেন, তাঁরা টাস্ক ফোর্স গঠন করে ব্যাপারগুলো মনিটরিং করবে। যাতে মানুষের কোনও সমস্যা না হয় ।

  • 3/8

সমস্ত অ্যাম্বুলেন্স চালক ও অ্যাসোসিয়েশন গুলোর সাথে মিটিং করবেন তাঁরা । লাগামছাড়া ভাড়া নিলে প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। শিলিগুড়ি হসপিটালে ৪০ বেডের কোভিড হসপিটাল হচ্ছে তারমধ্যে ২০ টি বেডে অক্সিজেন থাকবে ।

  • 4/8

চেয়ারম্যান গৌতম দেব বলেন, আমরা চেষ্টা করছি ৫/৬ টি বেড কমপক্ষে আই সি ইউ বেড হিসাবে গড়ে তুলতে । দুটো অক্সিজেন প্লান্ট তৈরি হয়ে গিয়েছে । অক্সিজেন প্লান্ট দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার টালবাহানা করছে।

  • 5/8

তারা ৭০ টির জায়গায় মাত্র ৪ টি প্লান্ট দিয়েছে। এর জন্য আমরা প্লান্ট গুলোকে চালু করতে পারছি না । ওষুধের যোগান ঠিক রাখতে প্রশাসন বি সি ডি এ -র সাথে মিটিং করছে । সমস্ত এন জি ও, বণিক সভা গুলোর সাথে মিটিং করা হবে ।

  • 6/8

সিদ্ধান্ত হয়েছে একটা সেফ হোম হবে পলিটেকনিক কলেজে । সূর্য নগর সমাজ কল্যাণ সংস্থা তারা সেখানে দায়িত্ব নেবে । যীশু আশ্রমের সেফ হোমটি সিনি এবং অন্যান্যরা সেটার দায়িত্বে থাকবে ।

  • 7/8

অমিত আগরওয়াল ফাউন্ডেশন তারা একটি করছে লাইন্স ক্লাবের সাথে একত্রে । বণিক সভা এবং সি আই আই তারা মাউন্ট ভিউ হসপিটালটা কে নিচ্ছেন লাইফ লাইনের সাথে একত্রে ।

  • 8/8

সব কিছুই হেল্থ ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে থাকবে । নুতন যে ক্রিমেটোরিয়ামের জায়গা দেখা হয়েছে সেখানে দ্রুত কাজ শুরু করা হবে । শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য বাড়তি লোক নেওয়ার কথা বলা হয়েছে। কাজের ভিত্তিতে সাফাই কর্মীদের ইনসেনটিভ দেওয়া হবে ।

Advertisement
Advertisement