রোটারি ক্লাব অফ শিলিগুড়ি গ্রিনের তরফে নকশালবাড়ির সারদা শিশু মন্দিরে মেগা হেলথ চেক-আপ কাম মেডিসিন বিতরণ ক্যাম্পের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় বিধায়ক আনন্দময় বর্মন।
শিলিগুড়ির বিশিষ্ট চিকিৎসকরা ৩০০ জনেরও বেশি লোককে পরীক্ষা করেন। ড বিজয় প্রসাদ বানিয়া, ড শান্তনু মুখোপাধ্যায় এবং ড লাভিনা সিংহল এবং লায়ন্স আই হাসপাতালের টেকনিশিয়ানরা নকশালবাড়ি এবং আশেপাশের মানুষের জন্য তাদের নিস্বার্থ সেবা প্রদান করেন।
ক্লাব সেক্রেটারি আরটিএন অনিমেষ আগরওয়াল, জানিয়েছেন যে রোটারি কমিউনিটি কর্পস, নকশালবাড়ি ক্লাবের একটি বর্ধিত বাহুও নকশালবাড়িতে প্রতিষ্ঠিত হয়েছিল যা ক্লাবকে ভবিষ্যতে আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছতে সাহায্য করবে। ক্লাবের কোষাধ্যক্ষ আরটিএন মনোজ মিত্রুকা জানান, নকশালবাড়ির ২২ জন মেধাবী ছাত্রকে সম্মানিত করা হয়েছে এদিন। যারা ২০২১ সালের মাধ্যমিক পরীক্ষায় সফল হয়।
আরটিএন সুমিত শাহ বলেন যে ক্লাবটি স্কুলে ই-লার্নিং সুবিধা আপগ্রেড করেছে, যার মাধ্যমে শিক্ষার্থীরা বিশেষভাবে কোভিড মহামারির সময় অনেকটাই উপকৃত হবে। তিনি আরও বলেন, জনাব নরেশ আগরওয়ালের মা মিসেস কৌশল্যা আগরওয়াল কম্পিউটার এবং অন্যান্য সামগ্রী দান করেন। পাশাপাশি, এদিন উপস্থিত শিশুদের মধ্যে পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ক্লাবের সভাপতি, আরটিএন বিজয় আগরওয়াল বলেন, সেবামূলক কাজের মধ্য দিয়ে শিলিগুড়ি গ্রিন রোটারি ক্লাব ক্রমাগত সেই সম্প্রদায়ের কাছে পৌঁছানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, এদিন আয়োজিত ইভেন্টের লক্ষ্য ছিল যতটা সম্ভব মানুষের জীবনকে স্পর্শ করা এবং তাদের জীবনে কিছু অর্থপূর্ণ প্রভাব তৈরি করা।