Advertisement

উত্তরবঙ্গ

মালদার হবিবপুরে পঞ্চায়েত দখল তৃণমূলের, হাত কামড়াচ্ছে বিজেপি

মিল্টন পাল
  • মালদা,
  • 30 Sep 2021,
  • Updated 11:18 AM IST
  • 1/9

মালদায় সুতোয় বদলাচ্ছে দুদলের ভাগ্য। কখনও বিজেপির হাত থেকে তৃণমূল পঞ্চায়েত দখল করছে। আবারও কখনও বিজেপির হাত থেকে তৃণমূল পঞ্চায়েত ছিনিয়ে নিচ্ছে।
 

  • 2/9

আবার অস্বস্তিতে গেরুয়া শিবির। মালদা জেলায় আরো একটি পঞ্চায়েত হাতছাড়া হলো বিজেপির। হবিবপুর ব্লকের জাজৈল গ্রাম পঞ্চায়েত দখল করল তৃণমূল কংগ্রেস।

  • 3/9

এলাকার উন্নয়নের স্বার্থে একজন বিজেপি সদস্য তৃণমূল কংগ্রেসকে সমর্থন করায় পঞ্চায়েতের পালাবদল হলো বলে দাবি তৃণমূলের। ভয় ও প্রলোভন দেখিয়ে বিজেপি সদস্য কে দলে টেনেছে তৃণমূল অভিযোগ বিজেপির।

  • 4/9

২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে জাজইল গ্রাম পঞ্চায়েতের মোট ১১ টি আসনের মধ্যে ৬ টি আসন দখল করে বিজেপি ৫ টি আসনে জয়লাভ করে তৃণমূল।
                             

  • 5/9

পঞ্চায়েতের বোর্ড গঠন করে বিজেপি। প্রধান নির্বাচিত হয়েছিলেন বিজেপির ইভা সোরেন। চলতি মাসের ১০ তারিখে বিজেপি প্রধানের বিরুদ্ধে অনাস্থা ডাকেন তৃণমূল সদস্যরা। 

  • 6/9

২০ তারিখ তলবি সভায় বিজেপির একজন সদস্য নিরেন মন্ডল তৃণমূলের পক্ষে ভোট দেওয়ায় অপসারিত হন বিজেপি প্রধান। 

  • 7/9

এরপরই প্রধান গঠনের তোড়জোড় শুরু করে তৃণমূল কংগ্রেস। গতকাল আরতি হাঁসদা প্রধান নির্বাচিত হন। ৫ জন তৃণমূল সদস্য একজন বিজেপি সদস্য তৃণমূলের পক্ষে ভোট দেন। 

  • 8/9

হবিবপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ বাস্কে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে বিজেপি সদস্য তৃণমূলকে সমর্থন করেছেন তাই এই পঞ্চায়েতের ক্ষমতা দখল করল তৃণমূল কংগ্রেস। এলাকার উন্নয়ন হবে।

  • 9/9

যদিও জেলা বিজেপি সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডলের অভিযোগ ভয় ও প্রলোভন দেখিয়ে বিজেপি সদস্যকে নিজেদের দলে টেনেছে তৃণমূল। ওই সদস্যর সদস্যপদ খারিজের জন্য আবেদন করবে বিজেপি।

Advertisement
Advertisement