Advertisement

উত্তরবঙ্গ

North Bengal Weather Forecast: আবহাওয়া আপাতত শুকনো, তুষারপাতের পূর্বাভাস উত্তরের পাহাড়ে

Aajtak Bangla
  • শিলিগুড়ি,
  • 04 Nov 2022,
  • Updated 9:19 PM IST
  • 1/8

আগামী কয়েকদিনে উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া, তার পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া দফতর।

  • 2/8

উত্তরবঙ্গে দুর্যোগ আপাতত নেই। কালীপুজোর মধ্য়েও ছিঁটেফোঁটা বৃষ্টি হয়েছে। তবে তারপর থেকে আর বৃষ্টি নেই। মাঝে হালকা বৃষ্টি হয়েছে দার্জিলিং,কালিম্পংয়ে। তা সামান্যই। ফের পরিষ্কার আকাশ পাহাড়-সমতলে। দার্জিলিঙের তাপমাত্রার পারদ অনেকটাই নেমেছে। 

  • 3/8

আপাতত বেশ মনোরম আবহাওয়া রয়েছে উত্তরবঙ্গের প্রায় সব জেলাগুলিতেই। শিরশিরে হাওয়া শুরু হয়েছে। শীত না হলেও ঠান্ডা পড়েছে কিছুটা।

  • 4/8

পরিষ্কার নীল আকাশে শিলিগুড়ি তো বটেই উত্তরবঙ্গের একাধিক এলাকার পাশাপাশি বাংলাদেশ থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার চূড়া। 

  • 5/8

উত্তরবঙ্গের জেলাগুলিতে ভাল মতই শীত অনুভূত হতে শুরু করেছে। এদিকে সিকিমে তুষার পাতের সম্ভাবনা তৈরি হয়েছে। ইতিমধ্য়েই একদিন তুষারপাত হয়ে গিয়েছে উত্তর সিকিমের লাচুংয়ে।

  • 6/8

শুক্রবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ৫ নভেম্বর অর্থাৎ শনিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সব কটি জেলার আবহাওয়াই শুকনো থাকবে। 

  • 7/8

এছাড়াও হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে আগামী পাঁচ দিন দিন ও রাতের তাপমাত্রার সে রকম কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

  • 8/8

পাহাড়ের এলাকাগুলিতে আপাতত ঠান্ডা ভালই পড়েছে। আরও তাপমাত্রা নামতে দেরি আছে। তবে গড়ে ১০-১২ ডিগ্রির মধ্যেই থাকবে তাপমাত্রা।

Advertisement
Advertisement