Advertisement

উত্তরবঙ্গ

North Bengal Weather Forecast: উত্তরে জাঁকিয়ে শীত কবে? বড় খবর দিল আবহাওয়া দফতর

Aajtak Bangla
  • শিলিগুড়ি,
  • 18 Nov 2022,
  • Updated 9:18 PM IST
  • 1/8

ধীরে ধীরে নামছে তাপমাত্রার পারদ। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই জাঁকিয়ে ঠান্ডা পড়তে চলেছে।

  • 2/8

আপাতত দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গও বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। কোথাও কোথাও সকালের দিকে হালকা কুয়াশা এবং শিশির পড়বে।

  • 3/8

আকাশ থাকবে মেঘমুক্ত। উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রাও কমছে। জাঁকিয়ে শীত পড়েছে দার্জিলিংয়ে। সেখানে বেড়েছে পর্যটকদের আনাগোনাও।

  • 4/8

আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতেও রেকর্ড পারদ পতনের সম্ভাবনা রয়েছে। তবে তার জন্য আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে।

  • 5/8

শুক্রবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ২০ নভেম্বর অর্থাৎ রবিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে।

  • 6/8

কোথাও বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস নেই। হিমালয়ের পাদদেশ সংলগ্ন জেলাগুলির কোথাও কোথাও সামান্য কুয়াশা থাকতে পারে।

 

  • 7/8

আগামী ৫ দিন রাতের তাপমাত্রারও বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

 

  • 8/8

তবে রাতের দিকে হাওয়া দিতে শুরু করেছে। তাতে তাপমাত্রা না কমলেও শীত অনুভূতি ও ঠান্ডার প্রকোপ থাকবে।

Advertisement
Advertisement