দক্ষিণবঙ্গে যেমন আবহাওয়াই থাক না কেন, আসলে উত্তরবঙ্গে খাতায় কলমে না হোক আসলে ঠান্ডা পড়ে গিয়েছে।
শীতের আমেজ নভেম্বরের গোড়া থেকেই আমোদ দিচ্ছে উত্তরবঙ্গবাসীকে। এখন উত্তরের বাসিন্দাদের হাড়কাঁপানি শীতের অপেক্ষা।
নভেম্বরের বাকি যে কটা দিন রয়েছে তাপমাত্রা নতুন করে কমার সম্ভাবনা নেই বলে আবহাওয়া দফতরের তরফে জানিয়েছে।
সেক্ষেত্রে তাপমাত্রা কিছুটা বাড়তেও পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের তবে বাড়া মানে সামান্য ১ ডিগ্রিরও কম বাড়তে পারে।
ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গেও একইভাবে ঠান্ডা পড়বে।
আগামী ৪৮ ঘন্টায় দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে,উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া আপাতত একই রকম থাকতে চলেছে।
এদিন সকালে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ৩০ নভেম্বর অর্থাৎ বুধবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সব কটি জেলাতেই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
আবহাওয়া শুকনোই থাকবে। এছাড়াও আগামী ৫ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের রাতের তাপমাত্রার বড় কোনও পরিবর্তন হবে না।