Advertisement

উত্তরবঙ্গ

North Bengal Weather Forecast: ক্যালেন্ডারে শীতকাল, তবু ঠান্ডা নেই, হতাশ উত্তরবঙ্গ

Aajtak Bangla
  • শিলিগুড়ি,
  • 12 Dec 2022,
  • Updated 9:39 PM IST
  • 1/7

দুদিন তাপমাত্রা বাড়ার পর ফের হাল্কা কুয়াশার সঙ্গে ঘুম ভেঙেছে সোমবার। যদিও বেলা বাড়তেই তা পরিষ্কার হয়ে যায়। তবে রবিবারের তুলনায় সোমবার তাপমাত্রা কমেছে দেড় ডিগ্রির মতো।

  • 2/7

মেঘ কেটে উত্তুরে হাওয়া ঢুকতেই এই তাপমাত্রা হ্রাস। তবে তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। 

  • 3/7

সোমবার সকালে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে,আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৪ ডিসেম্বর বুধবার সকালের মধ্যে আবহাওয়া সর্বত্রই শুকনো থাকবে।

  • 4/7

উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী দিন কয়েকে রাতের তাপমাত্রার তেমন বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে।

  • 5/7

এদিকে এবার আগাম শীত ঢুকে গিয়েছে। কিন্তু পাহাড় ছাড়া সমতলের কোথাও শীতের কামড় নেই। উত্তরবঙ্গের কোথাও এখনও জাঁকিয়ে শীত পড়েনি।

 

  • 6/7

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাঁকিয়ে শীত পড়বে বলে জানিয়ে দেওয়া হয়েছিল আবহাওয়া দফতরের তরফে। দ্বিতীয় সপ্তাহ ঢুকে গিয়েছে কয়েকদিন আগেই। কিন্তু কড়া শীতের দেখা নেই। যা নিয়ে উদ্বেগে তাঁরাও।

  • 7/7

Advertisement
Advertisement