Advertisement

উত্তরবঙ্গ

বিশ্ব প্লাস্টিক ফ্রি দিবস পালন হল শিলিগুড়িতে

Aajtak Bangla
  • শিলিগুড়ি,
  • 03 Jul 2021,
  • Updated 6:28 PM IST
  • 1/9

এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্করতম দূষণের অন্যতম হল প্লাস্টিক। যে কোনও জিনিস এখন প্লাস্টিকে মুড়ে বাড়িতে চলে আসে। সাধারণ খাবার দাবার থেকে ইলেকট্রনিক্স দ্রব্য প্যাকেটজাত হয় প্লাস্টিক দিয়ে মুড়েই।

  • 2/9

কিন্তু তাকে ব্যবহার করে যত্রতত্র ফেলে দেওয়া আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। ফলে বেশিরভাগ প্লাস্টিক রিসাইকেল করা সম্ভব হয় না।

  • 3/9

এই প্লাস্টিক পৃথিবীকে নিয়ে যাচ্ছে ধ্বংসের দোরগোড়ায়। একটি তথ্য থেকে জানা গিয়েছে প্রতি মিনিটে ১ মিলিয়ন বা দশ লক্ষ প্লাস্টিক ব্যাগ ব্যবহার হচ্ছে সারা বিশ্বে।

  • 4/9

ঘরের প্রতি বছর মানুষ প্রচুর ওয়ানটাইম ইউজড ব্যবহৃত প্লাস্টিক ব্যবহার করেন। সারা বিশ্বে ৩৪ লক্ষ টন প্লাস্টিক ক্যারিব্যাগ প্রস্তুত হয় এবং তার কিছুক্ষণের মধ্যে ফেলে দেওয়া হয়।

  • 5/9

বিজ্ঞানীদের মতে, ফেলে দেওয়া প্লাস্টিক ব্যাগগুলি আড়াইশো থেকে পাঁচশো বছর পর্যন্ত থেকে যেতে পারে অর্থাৎ তার বিনাশ হয় না সেগুলো।

  • 6/9

প্লাস্টিক ক্যারি ব্যাগ এর দূষণ নিয়ে সারা বিশ্বে গবেষণার অন্ত নেই। বহু দেশ সেই ব্যাগ বর্জনের ভাবনা শুরু করেছে। অনেক দেশেই প্লাস্টিক নিষিদ্ধ হয়েছে। 

  • 7/9

রাজ্যে সর্ব প্রথম প্লাস্টিক মুক্ত শহর হিসেবে গড়ে তোলা হয়েছিল শিলিগুড়িকে। পরে অবশ্য প্রশাসনের ব্যর্থতায় তা ভেস্তে যায়। 

  • 8/9

সারা বিশ্বে প্লাস্টিক বর্জনের ডাক দিয়ে 3 জুলাই তারিখে আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। ২০০৯ সালে প্রথম হিন্দিতে প্লাস্টিক মুক্ত দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে।

  • 9/9

তারপর থেকে দিনটি পালন হয়ে আসছে এ দিন মানুষ শপথ নেন প্লাস্টিক ব্যবহার না করার শিলিগুড়ি প্লাস্টিক ব্যাগ দিবস পালন করা হয় কাপড়ের তৈরি বিতরণ করে। ইনার হুইল ক্লাব অব শিলিগুড়ি উত্তরায়ন এর পক্ষ থেকে নিকটবর্তী বাজারে এই থলেগুলি বিতরণ করে। এ ছাড়া যুবভারতী ক্লাবের পক্ষ থেকে টিকাকরণ শুরু হয়।

Advertisement
Advertisement