Advertisement

দক্ষিণবঙ্গ

Weather Forecast: পুজোয় বৃষ্টি না ভ্যাপসা গরম? রইল আবহাওয়ার পূর্বাভাস

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 28 Sep 2022,
  • Updated 6:57 AM IST
  • 1/8

Weather Forecast: পুজোর আগেই ভ্যাপসা গরমে নাজেহাল দক্ষিণবঙ্গের বাসিন্দারা। তবে আপাতত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গে। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস।

  • 2/8

হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে মাঝারি থেকে হাল্কা বৃষ্টি হতে পারে আগামী কয়েকদিন।

  • 3/8

তবে এখনই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হচ্ছে না। আগামী ৩০ তারিখ থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে। 

  • 4/8

সকাল থেকেই থাকছে চড়া রোদের দাপট। ফলে রাস্তায় বেরিয়ে ক্রমশ নাজেহাল হচ্ছেন পথচারীরা। 

  • 5/8

শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।

  • 6/8

১ তারিখ থেকে মহাষষ্ঠী। সেদিন থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কিছু জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 

  • 7/8

উপকূলীয় এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ সেই সময়ে বাড়তে পারে। 

  • 8/8

উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বিগত কয়েকদিন ধরেই বৃষ্টিপাত হচ্ছে। আপাতত কয়েকদিন তেমনটাই চলতে পারে।

Advertisement
Advertisement