Weather Update: আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। হাওয়া অফিস জানিয়েছে, একটি মৌসুমি অক্ষরেখা সক্রিয় রয়েছে। তবে ভারী বৃষ্টিপাত এখনই ফের হবে না।
ভোরের দিকে আকাশ মেঘলা থাকবে। বেলা বাড়তেই বাড়বে রোদের দাপট। নতুন করে এখন নিম্নচাপ তৈরি হয়নি।
শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস।
হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আপাতত কয়েকদিন বিক্ষিপ্তি ভাবে বৃষ্টিপাত চলবে।
ভারী বৃষ্টিপাতের আপাতত কোনও সম্ভাবনা নেই। পুজোর মুখে ফের মুষলধারে বৃষ্টিপাত হবে কিনা, সেই বিষয়েও হাওয়া অফিস কিছু জানায়নি।
উত্তরবঙ্গের ক্ষেত্রে জলপাইগুড়ি এবং দক্ষিণ দিনাজপুরে রয়েছে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস।
উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আগামী কয়েকদিন বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাত হবে। আবহাওয়ার তেমন পরিবর্তন হবে না।
আগামী ৪-৫ দিন গোটা বাংলাতেই রয়েছে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।