Weather Update: পুজোর আগে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টিপাতের কোনও পূর্বাভাস নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিছু জেলায় হতে পারে।
আগামী ৩০ তারিখের পর থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে।
দিনের বেলায় থাকছে রোদের দাপট। ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা শহরবাসীরা।
শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরবঙ্গে মঙ্গলবার ফের ভারী বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস জানিয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ারে হতে পারে মুষলধারে বৃষ্টি।
পুজোর মুখে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও, ভ্যাপসা গরমে অস্বস্তি বেড়েই চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
সকাল থেকে রয়েছে চড়া রোদের দাপট, ফলে গরমে নাজেহাল হয়ে পড়েছেন পথচারীরাও।
পুজোতে আবহাওয়া কেমন থাকবে, সে বিষয়েও এখনও কোনও পূর্বাভাস জারি করেনি আলিপুর আবহাওয়া দফতর।