Durga Puja Weather: অষ্টমীর সকালেই বৃষ্টি কলকাতা-সহ উত্তর ২৪ পরগনার একাধিক এলাকাতে। এদিন সকাল থেকেই আকাশ মেঘলা রয়েছে।
এদিনও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে জারি হয়েছে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে হতে পারে ভারী বৃষ্টিপাত।
নমবীতেও রয়েছে বৃষ্টির সতর্কতা। পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
তবে এদিন ভ্যাপসা গরম অনেকটাই কমেছে শহরে। সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে। মাঝে মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে।
সপ্তমীতে বৃষ্টির পূর্বাভাস থাকলেও কলকাতা এবং আশেপাশের এলাকাতে তেমন বৃষ্টি হয়নি।
তবে সপ্তমীতে ভিজেছে বাঁকুড়া, ঝাড়গ্রামে মতো এলাকাগুলি।
এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরবঙ্গের ক্ষেত্রে এখনও আবহাওয়া কোনও পরিবর্তন হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।