Advertisement

দক্ষিণবঙ্গ

জলার তলায় বাড়ি, সাঁতার কাটছে মানুষ! ভয়াবহ প্লাবন খানাকুলে

ভোলানাথ সাহা
  • খানাকুল,
  • 04 Aug 2021,
  • Updated 2:08 PM IST
  • 1/9

রেকর্ড বৃষ্টিতে প্লাবিত হুগলির খানাকুল। ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন বহু মানুষ।  শেষ কয়েকদিন ধরেই খানাকুলের পরিস্থিতি অত্যন্ত খারাপ হয়েছে। বন্যার জলে কার্যত দিশেহারা সাধারণ মানুষ। 

  • 2/9

উদ্ধারকার্যে নামানো হয়েছে এনডিআরএফ-কেও। হেলিকপ্টার করে দুর্গতদের নিয়ে আসা হচ্ছে। দুর্গত জায়গায় গিয়ে উদ্ধারকাজ চালানো হচ্ছে।

  • 3/9

খানাকুলের পরিস্থিতির দিকে কড়া নজর রাখছেন রাজ্যের সেচ দফতরের কর্তারা। জোরকদমে চলছে উদ্ধারকার্য। 

  • 4/9

তবে পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। প্রচুর বাড়ি এখন জলের তলায়। উদ্ধারে নামানো হয়েছে হেলিকপ্টার। এই বন্যার জেরে প্রবল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। 
 

  • 5/9

বিপদগ্রস্থ বাসিন্দাদের উদ্ধার করে ত্রাণ শিবিরে নিয়ে আসার কাজ চলছে। সেখানেই আপাতত দুর্গতদের উদ্ধার করে রাখা হবে।

  • 6/9

 সবথেকে খারাপ অবস্থা খানাকুল ব্লক ২ নম্বর এলাকায়। সেখানে অধিকাংশ গ্রামই জলে ডুবে গিয়েছে।

  • 7/9

ফলে প্রবল বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। জলবন্দি অবস্থায় নতুন করে পানীয় জলের সঙ্কট তৈরি হয়েছে ওই এলাকাতেও। 

  • 8/9

আজ পরিদর্শন করার কথা থাকলেও খারাপ আবহাওয়ার জন্য খানাকুলে যেতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আমতায় যান দুপুরে। 

  • 9/9

বিষয়টি নিয়ে আজ প্রধানমন্ত্রী ফোন করে মুখ্যমন্ত্রীকে । তিনি সাহায্যের আশ্বাসও দেন। 
 

Advertisement
Advertisement