Advertisement

দক্ষিণবঙ্গ

PHOTOS: বাইকে পাখা লাগিয়ে পেট্রোলের খরচ কমাচ্ছেন বর্ধমানের এই ব্যক্তি!

সুজাতা মেহরা
  • 04 Mar 2021,
  • Updated 5:55 PM IST
  • 1/6

ক্রমশ বেড়েই চলেছে পেট্রোলের দাম। এর থেকে তেলের খরচ কমাতে অভিনব উপায় খুঁজে বার করলেন পূর্ব বর্ধমানের কালনার পূর্ব সাতগাছিয়ার মদন গোপাল গোস্বামী। নিজের বাইকে ছোট পাখা লাগিয়েছেন। তার  দাবি এতে তার মাইলেজ বেড়েছে বেশ কিছুটা। 

  • 2/6

মদন গোপাল গোস্বামীর কথা মত, লকডাউনের সময় কাজ ছিল না তেমন । এদিকে পেট্রোলের দাম ক্রম বর্ধমান। তাই বাড়িতে বসে ভাবতে ভাবতে তিনি উপায় বের করেন। নিজের গাড়িটিতে   কয়েকটি পাখা জুড়ে দেন ।  মদনবাবুর দাবি এক লিটার তেলে এতদিন পঁয়তাল্লিশ কিলোমিটার মাইলেজ পেতেন। কিন্তু পাখা গুলি লাগানোর পরে প্রায় কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার বেশি যেতে পারেন এক লিটার তেলে। 
 

  • 3/6

তাঁর এই রীতিমতো কৌতুহল তৈরি হয়েছে। তেব অটোমোবাইল বিশেষজ্ঞরা জানাচ্ছেন বাইকে এইভাবে ফ্যান লাগিয়ে কম তেলে বেশি কিলোমিটার যাওয়া সম্ভব
 

  • 4/6

কালনা রাজ স্কুলের অটোমোবাইল শিক্ষক বিশ্বজিৎ মুখার্জি  জানান, মদনবাবু যেটা বানিয়েছেন অবশ্যই কম তেল খরচ করে বেশি কিলোমিটার এগিয়ে চলা সম্ভব কিছুটা। কারণ হিসেবে তিনি জানান আমাদের গাড়ি চালাতে গেলে যে সমস্ত রেজিস্ট্যান্স পাওয়ারগুলি প্রয়োজন সেই সমস্ত প্রয়োজনগুলিকে আমরা যদি কম করতে পারি, তাহলে গাড়ির প্রতি ওয়ার্কলোড কমবে, আর ওয়ার্কলোড কমলেই কম ফুয়েলে বেশি পরিমাণ যাত্রা করা অবশ্যই সম্ভব ।

  • 5/6

মদনগোপাল গোস্বামী জানান, আপাতত নিজের শখের জন্যই তিনি বানিয়েছিলেন তাঁর নিজের সাধের দু চাকা বাহনটিকে।। তবে বৈজ্ঞানিক স্বীকৃতি পেলে তিনি বাজারে আনার কথাও ভাববেন বলে জানিয়েছেন ।

  • 6/6

বিষয়টি সামনে আসতেই অনেকে ভিড় করছেন মদন বাবুর কাছে। তাঁর গাড়িটিকে দেখতেন আসছে উৎসুক জনতা।

Advertisement
Advertisement