Advertisement

দক্ষিণবঙ্গ

ইলিশ ধরতে গিয়ে বঙ্গোপসাগরে ট্রলার ডুবে মৃত একাধিক, চলছে উদ্ধার কাজ

প্রসেনজিৎ সাহা
  • নামখানা,
  • 15 Jul 2021,
  • Updated 12:01 PM IST
  • 1/17

একে ইলিশ মিলছে না। তার উপর খরচ বাড়ছে। এর মধ্য়ে ফের ট্রলার ডুবির ঘটনা ঘটল বঙ্গোপসাগরে। ঘটনায় নিখোঁজ দশ মৎস্যজীবী।

  • 2/17

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ফের দুর্ঘটনার কবলে পড়ল একটি ট্রলার। নিয়ন্ত্রণ হারিয়ে চরে ধাক্কা মেরে মাঝ সমুদ্রে ডুবে যায় এফবি হৈমবতী নামের ট্রলারটি।

  • 3/17

বারো জন মৎস্যজীবী জলমগ্ন হলেও বৃহস্পতিবার শেষ খবর পাওয়া পর্যন্ত ন জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে এখনও পর্যন্ত।

  • 4/17

বাকি দশজন মৎস্যজীবী নিখোঁজ। বুধবার ভোরে ঘটনাটি ঘটেছে বঙ্গোপসাগরের রক্তেশ্বরী চরের কাছে। দিনভর চলে নিখোঁজদের খোঁজে তল্লাশি। 

  • 5/17

দিন পনেরো আগে দক্ষিণ ২৪ পরগনার নামখানার দশ মাইল এলাকা থেকে এই ট্রলারটি বারোজন মৎস্যজীবীকে নিয়ে গিয়েছিল বঙ্গোপসাগরে ইলিশ ধরতে।

  • 6/17

এদিন সকালে যখন তাঁরা মাছ ধরে ফিরছিলেন, ঠিক তখনই দুর্ঘটনাটি ঘটে। সম্ভবত রাতভর মাছধরার ক্লান্তিুতে চরা ঠিকমতো দেখতে পায়নি ট্রলার চালক।

  • 7/17

পাশে থাকা অন্য ট্রলারের তৎপরতায় তৎক্ষণাৎ উদ্ধার হয় দুজন। কিন্তু বাকি মৎস্যজীবীদের সঙ্গে সঙ্গে কোনও খোঁজ মেলেনি।

  • 8/17

ঘটনার খবর পেয়ে ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশ ও কোস্টগার্ডের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করতে হাত লাগান।

  • 9/17

কিন্তু সমুদ্রে প্রচণ্ড ঢেউয়ের ফলে নিখোঁজ কাউকেই উদ্ধার করা সম্ভব হয়নি। এমনকী জলে নেমে খোঁজার মত পরিস্থিতি ও পরিকাঠামো ট্রলারগুলির কাছ ছিল না। 

  • 10/17

তবে ডুবে যাওয়া ট্রলারটিকে অন্য চারটি ট্রলারের সাথে দড়ি দিয়ে বেঁধে কোনও মতে ফ্রেজারগঞ্জের দিকে নিয়ে আসা হয়। 

  • 11/17

কাকদ্বীপ মৎস্যজীবী সংগঠনের নেতা বিজন মাইতি বলেন, “ বুধবার সকালে ফেরার সময় প্রতিকূল আবহাওয়ার কারণে চড়ায় ধাক্কা খেয়ে এফবি হৈমবতী নামের ট্রলারটি ডুবে যায়।

  • 12/17

কোস্টগার্ডের আধিকারিক অভিজিত দাশগুপ্ত বলেন, “ ঘটনার খবর পেয়েই আমরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছি। প্রথম দিন তেমন উদ্ধার করা যায়নি।

  • 13/17

তবে বৃহস্পতিবার পর্যন্ত নিখোঁজের মধ্যে ৯ জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার সকাল থেকে ফের উদ্ধার কাজ শুরু হয়। 

  • 14/17

অব‌শে‌ষে উদ্ধার ৯ জন‌ মৎসজী‌বীর মৃত‌দেহ। ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দ‌রে এ‌নে রাতভর জল সিঁচে নেওয়ার পর কে‌বিন থে‌কে উদ্ধার হয় মৃত‌দেহগুলি।

  • 15/17

তাদের পাঠানো হয় কাকদ্বীপ সুপার‌ স্পেশা‌লি‌টি হাসপাতা‌লে, ময়না তদ‌ন্তের জন‌্য। মৃত মৎসজী‌বীদের পরিচয় সামনে এসেছে।

  • 16/17

জানা গিয়েছে তাঁরা হরিপুরের অনাদি শাসমল, শঙ্কর শাসমল, নারায়ন সাসমল গোপাল জানা রবীন বর, পাতিবুনিয়ার বুদ্ধদেব মাইতি, মহারাজগঞ্জের বাসিন্দা অজিৎ বেরা, গৌতম পারুই, শিবপুরের সন্তোষ মন্ডল, রাধানগরের গৌরহরি দাস। 

  • 17/17

ভোর তিন‌টে নাগাদ তাঁদের দেহ উদ্ধার হয়। দেহ মিলতেই শো‌কের ছায়া নেমে আসে এলাকায়।

Advertisement
Advertisement