Advertisement

দক্ষিণবঙ্গ

জল থইথই চারিদিক, উদ্ধারকাজের লাইফবোটে চড়ে বিয়ে করতে চললেন মরিয়া যুবক

ভোলা নাথ সাহা
  • হুগলি,
  • 01 Aug 2021,
  • Updated 3:14 PM IST
  • 1/11

জলে টইটুম্বুর চারিদিক। ঘরের ভিতরও জল। চলাফেরা করতে নৌকা কিংবা লাইফবোট ব্যবহার করতে হচ্ছে। এমনই দুর্বিষহ অবস্থা।

  • 2/11

এমন বন্যা আবহে পড়েছে বিয়ের তারিখ। কি আর করা, উপায় তো নেই। এই পরিস্থিতিতে লাইফবোটে চড়ে বর গেল বিয়ে করতে। 

  • 3/11

আর সঙ্গে সঙ্গেই তার ছবি হয়ে পড়ল ভাইরাল। চারিদিকে টিকা-টিপ্পনি বর বাবাজীবনের কানে গিয়েছে কি না, তা জানা যায়নি. তবে নেটিজেনরা ভালই উপভোগ করছেন বরের নৌকাযাত্রা।

  • 4/11

হুগলির আরামবাগ-খানাকুল বন্যাবিধ্বস্ত। হাজার হাজার লোক বন্যায় ক্ষতিগ্রস্ত। লোকের ঘরে, রাস্তাঘাটে চারদিকে জলমগ্ন।

 

  • 5/11

সামান্য সাহায্য, খাওয়া-দাওয়া, আশ্রয়ের জন্য দিশাহারা হয়ে এদিক থেকে ওদিক ঘুরছে মানুষ। এনডিআরএফ এর টিম তরফ থেকে কয়েকটি স্পিড বোর্ড Rescue অপারেশনে নামানো হয়েছে।

  • 6/11

কয়েকটি সংস্থার লোকেরাই হাতে নৌকা চালিয়ে লোককে উদ্ধার করে নিরাপদ জায়গা নিয়ে যাচ্ছেন।

  • 7/11

তেমনই একটি নৌকায় চেপে বসলেন বর। এই বন্যার আবহে খানাকুলে একজন যুবক পারম্পরিক বরের বেশভূষা পড়ে বিয়ে করতে রওনা দিলেন।

  • 8/11

যুবক বলেছেন, বিয়ের দিনক্ষণ তো আগেই ঠিক করা হয়ে গিয়েছিল। কেউ কি জানতেন, এই সময় তাঁদের এলাকা ভয়াবহ বন্যার কবলে পড়বে !

  • 9/11

তার মধ্যে পরে যদি আবার করেনা সংক্রমণ বৃদ্ধি পায়, তাহলে বিপদ। তখন তো আরও প্রশাসনিক বিধিনিষেধের গেরো চেপে বসবে।

  • 10/11

তাই তাঁকে তাঁর হবু স্ত্রীয়ের সঙ্গে মিলিত হতে কোনও প্রাকৃতিক দুর্যোগ বিরত রাখতে পারবে না। ধনুকভাঙা শপথ নিয়ে তিনি তাই চলেছেন শ্বশুরবাড়ি।.

  • 11/11

তাঁকে ওভাবে বন্যাদূর্গতদের সঙ্গে দেখে শত কষ্টের মধ্যেও মজা পেয়েছেন অনেকেই। তাই নিজেরা আশ্রয় খোঁজার ফাঁকে মোবাইল বের করে টুক করে ছবিও তুলে নিয়েছেন কেউ কেউ। সব কিছু দেখেশুনে খুশি গর্বিত হবু স্বামী। 

Advertisement
Advertisement