Weather Forecast: আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের আবহাওয়ার বিশেষ কোনও পরিবর্তন হবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বিক্ষিপ্ত ভাবে মাঝে মধ্যেই বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে।
উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। হাল্কা-মাঝারি বৃষ্টিপাত দু একজায়গায় হতে পারে।
দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় স্থানীয় ভাবে মেঘ সঞ্চার হয়ে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে।
শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
আগামী ১৮ তারিখ থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার কিছুটা পরিবর্তন আসতে পারে।
তবে সুপার সাইক্লোন নিয়ে এখনই কোনও পূর্বাভাস জারি করেনি হাওয়া অফিস।
শোনা যাচ্ছে, সুপার সাইক্লোনটি আগামী ১৭ তারিখের পরে তৈরি হতে পারে।
ফলে অনুমান করা হচ্ছে যে ১৭ তারিখের পরেই এ বিষয়ে কোনও পূর্বাভাস জারি করতে পারে আলিপুর আবহাওয়া দফতর।