Advertisement

পশ্চিমবঙ্গ

হাতি দেখতে গিয়েছিলেন কয়েক বন্ধু, হঠাৎ মুখোমুখি দাঁতাল, তারপর...

Aajtak Bangla
Aajtak Bangla
  • ঝাড়গ্রাম,
  • 26 Jul 2021,
  • Updated 8:27 PM IST
  • 1/10

হাতি দেখতে গিয়ে হাতির হামলায় পর্যটকের মৃত্যু ঝাড়গ্রামের কেঁউদীশোল এর জঙ্গলে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

  • 2/10

সোমবার বিকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছ। ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের নেদাবহড়া অঞ্চলের কেঁউদিসোল এর জঙ্গলে।

  • 3/10

মৃত ব্যক্তির নাম দেবাংশু আগরওয়াল, তার বয়স প্রায় ৪৫ বছর। তিনি কলকাতার রিপন স্ট্রিটের বাসিন্দা বলে জানা যায়।

  • 4/10

তিন বন্ধু মিলে ঝাড়গ্রামে বেড়াতে এসেছিল বলে জানা গিয়েছে। সোমবার বিকালে তিন বন্ধু মিলে ওই এলাকায় হাতি দেখতে গিয়েছিলেন।

  • 5/10

কেঁউদিসোল জঙ্গলে ৮ টি দাঁতাল হাতি রয়েছে। তিন বন্ধু জঙ্গলের ভিতরে ঢুকে হাতি দেখছিলেন তাঁরা।

  • 6/10

সেই সময় হাতির দল তাদের তাড়া করে। দুই বন্ধু ছুটে পালাতে পারলেও দেবাংশু  আগরওয়াল হাতির সামনে পড়ে যায়।

  • 7/10

তাকে শুঁড় দিয়ে আছড়ে মাটিতে ফেলে মুখের এক পাশে মারিয়ে দিয়ে জঙ্গলে চলে যায় হাতির দল।

  • 8/10

ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। যার ফলে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা মৃতদেহকে ঘিরে রেখে বিক্ষোভ দেখায়।

  • 9/10

হাতির হামলার ঘটনা নতুন নয়। প্রতিদিন ঝাড়গ্রামে হাতির হামলার ঘটনা ঘটছে, সেইসঙ্গে প্রাণহানির ঘটনা ঘটছে।

  • 10/10

তা সত্ত্বেও বনদপ্তর সম্পূর্ণ উদাসীন বলে স্থানীয় বাসিন্দারা জানান হাতির হামলায় এক পর্যটক এর মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ঝাড়গ্রাম থানার বিশাল পুলিশবাহিনী। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement