Advertisement

পশ্চিমবঙ্গ

Dudhia Bridge Balasan: ভেঙে পড়া 'দুধিয়া সেতু"র বিকল্প তৈরি শুরু করল পূর্ত দফতর, দেখুন ছবি

Aajtak Bangla
Aajtak Bangla
  • 12 Oct 2025,
  • Updated 4:27 PM IST
  • 1/12

গত ৪ অগাস্ট পাহাড়ে ভয়াবহ বন্যার জেরে শিলিগুড়ি ও মিরিকের সংযোগকারী দুধিয়া সেতুর একাংশ ভেঙে পড়ে। তাতে বন্ধ হয়ে যায়, শিলিগুড়ির মিরিকে যোগাযোগের প্রধান রাস্তা।

  • 2/12

অবশেষে কাজ শুরু করল রাজ্যের পূর্ত দফতর। সেই “মিরিকের লাইফ লাইন” ফেরাতে বালাসন নদীর উপর অস্থায়ী রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে।

  • 3/12

বন্যা কবলিত এলাকা পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন, ১৫ দিনের মধ্যেই হিউম পাইপ বসিয়ে নদীর উপর অস্থায়ী রাস্তা তৈরি করা হবে।

  • 4/12

সেই প্রতিশ্রুতি অনুযায়ী, বর্তমানে নদীর গতিপথ পরিবর্তন করে খরস্রোতা বালাসন নদীতে হিউম পাইপ বসানোর কাজ শুরু হয়েছে।

  • 5/12

নদীর দুই ধারে অ্যাপ্রোচ রোড তৈরির পাশাপাশি পাইপ বসানোর কাজও চলছে জোরকদমে। তবে বালাসনের জোর স্রোতের কারণে কর্মীদের বেশ বেগ পেতে হচ্ছে।

  • 6/12

দ্রুত কাজ সম্পন্ন করতে ও নদী পার্শ্ববর্তী বসতিগুলিকে ভাঙন থেকে রক্ষা করতে, পূর্ত দপ্তর ড্রেজার ব্যবহার করে নদীর গতিপথ কিছুটা ঘুরিয়ে দেওয়ার কাজ শুরু করেছে।

  • 7/12

৪ অগাস্টের সেই বন্যায় কেবল সেতুই নয়, বালাসন নদীর তীরবর্তী এলাকার বহু বাড়িঘর নদীগর্ভে চলে গিয়েছিল এবং বেশ কয়েকজনের মৃত্যু ঘটেছিল।

  • 8/12

জানা গিয়েছে, প্রায় ৫৪ কোটি টাকা ব্যয়ে দুধিয়ায় একটি নতুন বড় সেতু নির্মাণের কাজ বছর খানেক আগেই শুরু করেছিল রাজ্য সরকার।

 

  • 9/12

পূর্ত দপ্তরের আধিকারিকদের আশা, নতুন করে ভারী বৃষ্টি না হলে, নির্দিষ্ট সময়ের মধ্যেই অস্থায়ী হিউম পাইপের রাস্তা তৈরি হয়ে যাবে এবং শিলিগুড়ি-মিরিকের যোগাযোগ ফের স্বাভাবিক হবে।

  • 10/12

গত সপ্তাহে শনিবার হঠাৎই প্রবল জলোচ্ছাসে ভেসে যায় বালাসন নদীর উপর এই সেতু। এমনিতে হাঁটু জল থাকলেও প্রবল বর্ষণের কারণে এটিতে জলস্ফাীতি ঘটে।

  • 11/12

পপপপ

  • 12/12

গোটা ডুয়ার্স সহ বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়। জলদাপাড়া, গরুমারা সহ বিভিন্ন জায়গায় বন্যায় মারা গিয়েছে প্রচুর বন্যপ্রাণীও।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement