বছরের শুরুতে বরফ পড়তে পারে দার্জিলিং-এ। ফলে শনিবার এমনটাই জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। শুধু দার্জিলিং নয়, বরফ পড়তে পারে কালিম্পং-এও।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের পার্বত্য জেলা দাজিলিং ও কালিম্পং-এর পাশাপাশি আলিপুরদুয়ার জেলাতেও চলতি সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রবল ঠান্ডার সঙ্গে বৃষ্টি ও তুষারপাতের জেরে পাহাড়ি এলাকায় পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন।
একইসঙ্গে উত্তরবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তাও জারি করা হয়েছে। এদিকে দক্ষিণবঙ্গে বর্ষশেষের দিনগুলি শীতের আমেজেই কাটবে। নববর্ষে শুরুতে সামান্য বাড়তে পারে তাপমাত্রা।
দার্জিলিং-সহ উত্তরবঙ্গের উঁচু এলাকায় ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারির মধ্যে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। হালকা বৃষ্টি হবার সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায়।
ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আজ ও কাল পার্বত্য এলাকা সহ কয়েকটি জেলায় ঘন কুয়াশা থাকবে কিছু এলাকায়। দার্জিলিং, উত্তর দিনাজপুর, কোচবিহারে ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে বেশিরভাগ জায়গায়।
দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে আসতে পারে। কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশা। দৃশ্যমানতা ২০০ মিটারের কাছাকাছি নেমে আসতে পারে।
দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে আসতে পারে। কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশা। দৃশ্যমানতা ২০০ মিটারের কাছাকাছি নেমে আসতে পারে।
পার্বত্য এলাকা এবং ওপরের দিকের পাঁচ জেলাতে তাপমাত্রা ১০ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবো মালদা ও সংলগ্ন জেলাতে অর্থাৎ উত্তরবঙ্গের নিচের দিকে ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে তাপমাত্রা।
দার্জিলিঙে সোমবার সর্বনিম্ন তাপমাত্রা হয়েছিল ৫.৪, গোটা রাজো এটাই সবচেয়ে কম। এ ছাড়া, আলিপুরদুয়ারে ৯ ডিগ্রিতে নেমেছিল পারদ।