Advertisement

উত্তরবঙ্গ

North Bengal Flood India-Bhutan Road Link Cut: ভুটানে ভারী বৃষ্টিতে বিধ্বস্ত আলিপুরদুয়ার, জলের তলায় সড়ক, আটকে বহু পর্যটক

Aajtak Bangla
  • শিলিগুড়ি,
  • 13 Jul 2023,
  • Updated 6:32 PM IST
  • 1/13

North Bengal Flood India-Bhutan Road Link Cut: ভুটানে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। যার ফলে লাগোয়া পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে ধ্বংসলীলা চালাচ্ছে প্রকৃতি। ভারত ও ভুটান সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। ফুঁসছে একাধিক নদী। বিপজ্জনক অবস্থায় রয়েছে একাধিক রাস্তা।

  • 2/13

ইতিমধ্যেই আলিপুরদুয়ারের বিস্তীর্ণ এলাকা জলে তলিয়ে গেছে। জলের প্রবল স্রোতে অনেক চা বাগান সম্পূর্ণ ধ্বংস নষ্ট হয়ে গিয়েছে। 

  • 3/13

জলের প্রবল স্রোতে এশিয়ান হাইওয়ের ৫০ মিটার রাস্তা ভেসে গেছে। আন্তর্জাতিক এই সড়কটি বন্ধ হয়ে যাওয়ায় সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়েছে। 

  • 4/13

কবে নাগাদ সড়কটি সংস্কার হবে তা কেউ বলতে পারছেন না। এমন পরিস্থিতিতে এখানে ভারত-ভুটানের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

  • 5/13

বুধবার রাত থেকে অবিরাম বর্ষণে নদ-নদীর জল উত্তাল হয়ে রয়েছে। কোচবিহারের তোর্সা নদীর প্রবল স্রোতে এক ব্যক্তি ভেসে গিয়েছে, এদিন বিকেল পর্যন্ত তাঁর হদিস পাওয়া যায়নি। 

  • 6/13

একই সময়ে মাদারিহাটে ওয়াংদি নদীর প্রবল স্রোতে এক ব্যক্তি ভেসে গিয়েছে, যার লাশ পাওয়া গেছে পাঁচ কিলোমিটার দূরে। 

  • 7/13

শিশুবাড়ি-মাদারিহাট এলাকার উপর দিয়ে বয়ে যাওয়া মুজনাই নদীর জলে ডুবে গিয়েছে একটি আইসিডিএস কেন্দ্র। জলমগ্ন একাধিক

  • 8/13

জলদাপাড়া জাতীয় বনাঞ্চলে রাজ্য সরকারের পর্যটন বাংলোতে হুলুং নদীর জল ঢুকেছে। এখানে অনেক পর্যটক আটকে পড়ার খবর পাওয়া গেছে।

  • 9/13

এর মধ্যে আবহাওয়া দফতরের তরফে উত্তরবঙ্গে অতি বৃষ্টির লাল সর্তকতা জারি করা হয়েছে। যার ফলে আশঙ্কা আরও বেড়েছে। আতঙ্ক তৈরি হয়েছে কয়েকটি জেলায়।

  • 10/13

দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই তিন জেলায় আগামী ৪৮ ঘন্টায় লাল সর্তকতা। ২০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টি, প্রবল বৃষ্টি হতে পারে।

  • 11/13

কালিম্পং এবং কোচবিহারে কমলা সতর্কতা এবং মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হলুদ সতর্কতা কথা জারি করলো আবহাওয়া দপ্তর। 

 

  • 12/13

জানানো হয়েছে, শুক্রবারের পর বৃষ্টি কমবে উত্তরবঙ্গে। তবে উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টি, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে।।

  • 13/13

সাধারণ ছোট নালাও জলে উপচে পড়েছে এথেলবাড়িতে ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ের ওপর দিয়ে জল বয়ে যেতে শুরু করেছে। এথেলবাড়িরও বেশ একাধিক এলাকা জলমগ্ন। চারো, ডিমডিমা, ধুমচিখোলা নদীগুলিতে জল বাড়ায় বিচ্ছিন্ন ঢেকলাপাড়া, বান্দাপানি চা বাগানগুলি।

Advertisement
Advertisement