Advertisement

পশ্চিমবঙ্গ

15 August Weather Darjeeling: ১৫ অগাস্টের ছুটির সপ্তাহে দার্জিলিং পাহাড়ে আবহাওয়া কেমন? পূর্বাভাস

Aajtak Bangla
Aajtak Bangla
  • দার্জিলিং,
  • 10 Aug 2023,
  • Updated 1:30 PM IST
  • 1/10

১৫ অগাস্ট রাষ্ট্রীয় ছুটি। পড়েছে মঙ্গলবার। তার আগের দিন সোমবার যদি কোনও রকমে ছুটি ম্যানেজ করে নেওয়া যায়, তাহলে আগের শনি ও রবিবার ধরে চারদিনের একটা পাকাপোক্ত ট্যুরের জন্য আদর্শ। এই ছুটিতে খুব বেশি দূরে কোথাও যেতে পারবেন না, আবার কলকাতা বা আশপাশে ঘোরার জন্য বাড়তি হয়ে যাবে। তাই সবচেয়ে ভাল দার্জিলিং কিংবা উত্তরবঙ্গের পাহাড়-ডুয়ার্স। কয়েক ঘন্টার দূরত্বে এর থেকে ভাল ট্যুর আর হয় না। তাই মনস্থির করে থাকলে তৈরি হয়ে নিন। আর সেই সঙ্গে জেনে নিতে হবে এখনকার আবহাওয়া।

  • 2/10

উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে আগামী কয়েকদিনে তা জেনে না গেলে বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে। কারণ এই সময় রাজ্য জুড়েই চলছে বৃষ্টির আবহাওয়া। উত্তরের জেলাগুলিতেও টানা বৃষ্টি চলছে।

  • 3/10

পাহাড়ে যদি যেতে চান তাহলে বলে দিই, আবহাওয়া দারুণ মনোরম। বৃষ্টি না পেলে গড়ে ২৩-২৪ ডিগ্রি রয়েছে সব হিল স্টেশনেই। এদিন দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮  ডিগ্রি। কার্শিয়াংও ১৮ ডিগ্রি, কালিম্পংয়ে ছিল ১৯.৫ ডিগ্রি। তাহলেই বুঝতে পারছেন দারুণ আরামদায়ক।

  • 4/10

বৃহস্পতিবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের বজ্রপাত-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

  • 5/10

উত্তরবঙ্গে ফের অতিভারী বৃষ্টির সতর্কবার্তা!  পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শুক্রবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

  • 6/10

মধ্যের একটি দিন বাদ দিলে আগামী পাঁচদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে কখনও ভারী থেকে অতিভারী আবার কখনও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তাই যাত্রা করলে সাবধানে আসাই ভাল।

  • 7/10

১০ অগাস্ট বৃহস্পতিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস।

  • 8/10

১১ অগাস্ট শুক্রবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা।

  • 9/10

১২ অগাস্ট শনিবার জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কোচবিহারে হতে পারে ভারী বৃষ্টি। বাকি তিন জেলায় হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

 

  • 10/10

১৩ অগাস্ট রবিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং ও কালিম্পং-এ হতে পারে ভারী বৃষ্টি। বাকি তিন জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা। ১৫ অগাস্টও পাহাড়ের সব জেলাতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement