Advertisement

পশ্চিমবঙ্গ

চোরাচালানকারীদের থেকে বিরল প্রজাতির ৩১টি সাপ উদ্ধার BSF-এর, দেখুন

অভিজিৎ বসাক
  • কৃষ্ণনগর ,
  • 19 Jul 2021,
  • Updated 7:43 PM IST
  • 1/6

নদিয়া জেলার সীমান্তবর্তী এলাকা ঝোরপাড়া থেকে ৩১টি বিরল প্রজাতির সাপ উদ্ধার করল সীমান্ত রক্ষী বাহিনী (BSF)। পাচারকারীরা ভারত থেকে এই সাপগুলি বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল।

  • 2/6

BSF-র তরফে জানানো হয়েছে, আজ ০৮ ব্যাটালিয়নের জওয়ানরা ঝোরপাড়ার একটি কলাবাগানের কাছে ইতস্তত ঘোরাফেরা করছিল। তাদের দেখে সন্দেহ হয় জওয়ানদের। তাঁরা সন্দেহভাজনদের দাঁড়াতে বলেন। 

  • 3/6

কিন্তু, জওয়ানদের কথা না শুনে এলাকা থেকে চম্পট দেয় সন্দেহভাজনরা। এরপর সেই কলাবাগান থেকে একটি ব্যাগ উদ্ধার করে BSF। সেখান থেকে উদ্ধার হয় ২৩টি বিরল প্রজাতির সাপ।

  • 4/6

ওই এলাকায় আরও একবার তল্লাশি চালানোর পর উদ্ধার হয় আরও একটি ব্যাগ। সেখানে ছিল আরও ৮টি সাপ। 

  • 5/6

উদ্ধার হওয়া সাপগুলিকে নদিয়া জেলা বন বিভাগের হাতে তুলে দেওয়া হয়। বিরল প্রজাতির সাপগুলি কোথা থেকে নিয়ে আসা হয়েছিল, কারা এই পাচারচক্রের সঙ্গে যুক্ত তার তদন্ত শুরু হয়েছে। 

  • 6/6

BSF জানিয়েছে, তারা বন্যপ্রাণী পাচাররোধে  কঠোর ব্যবস্থা গ্রহণ করছে। সেই কারণে ভারত-বাংলাদেশ সীমান্তে আগের থেকে অনেকটাই কমেছে চোরাচালান। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement